পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- এবছর করোনার দ্বিতীয় স্রোতে জনজীবন ব্যাপক হারে বিপর্যস্ত হয়ে চলেছে। অধিকহারে সচেতনতা প্রচার, লকডাউন, ভ্যাকসিনেশন ইত্যাদিকে হাতিয়ার বানিয়ে করোনাকে খানিকটা বাগে আনা সম্ভব হয়েছে। কিন্তু তবুও এখনো তাকে সম্পূর্ণভাবে পরাস্ত করা যায়নি। তবে মৃত্যু সংখ্যার হার পূর্বের তুলনায় অনেক কম এমনকি সংক্রমণের গ্রাফ খানিকটা নিম্নমুখী।
দেশে গত একদিনে করোনার জন্য মৃত্যু হয়েছে ৩৭৪১ জনের। মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬ জন। মৃত্যুর হার ১.১২% থেকে ১.১৩%-এ পৌঁছেছে। গত একদিনে উত্তরপ্রদেশে ২১৮ জনের, রাজস্থানে ১১৫ জনের, দিল্লিতে ১৮২ জনের, পাঞ্জাবে ২০১ জনের, তামিলনাড়ুতে ৪৪৮ জনের, পশ্চিমবঙ্গে ১৫৪ জনের, অন্ধ্রপ্রদেশে ১১৮ জনের, বিহারে ১০৩ জনের এবং কর্নাটকে ৪৫১ জনের মৃত্যু হয়েছে।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রে মৃতের সংখ্যা কমলেই দেশে মোট মৃতের সংখ্যা অনেক হারে হ্রাস পাচ্ছে।মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ৬৮২ জনের।
গত একদিনে সংক্রমণ অনেকখানি কমে গিয়েছে। দেশে বর্তমানে করোনা সংক্রামিত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন মানুষ। মোট সংক্রমনের সংখ্যা ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২ জন।
সংক্রমনের থেকে সুস্থ হয়ে উঠছেন অধিক সংখ্যক মানুষ। একদিনে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৫ হাজার ১০২ জন। মোট সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৮.৩০%। সুস্থতার হার বেশি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চিকিৎসকরা।
দেশে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৮ লক্ষ ৫ হাজার ৩৯৯ জন। একদিনে কমেছে ১ লক্ষ ১৮ হাজার ১ জন। প্রায় ১০.৫৭ হ্রাস পেয়েছে।
গত একদিনে দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২১ লক্ষ ২৩ হাজার ৭৮২ টি। এদিন ২১ লক্ষের উপরে নমুনা পরীক্ষা হয়েছিল। করোনা টেস্ট অধিক হলেও, সংক্রমণের পরিমান হ্রাস পাওয়ার ফলে খানিকটা স্বস্তিতে দেশ।