agnimitra paul, bjp, অগ্নিমিত্রা পাল
"দুর্গা মা সবার দুর্গতি নাশ করেন, কিন্তু মুখ্যমন্ত্রী মানুষের দুয়ারে দুর্গতি ডেকে এনেছেন", অগ্নিমিত্রা পাল | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এগিয়ে এসেছে দুর্গাপূজা। ইতিমধ্যেই বাংলার বিভিন্ন স্থানে প্রতিমা গড়ারও কাজ শুরু হয়ে গিয়েছে। তবে এবার দুর্গা মূর্তিতে রাজনীতির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। যা নিয়ে ইতিমধ্যে বঙ্গ রাজনীতির পারদ উঠেছে চরমে।

কলকাতার বাগুইআটির নজরুল পার্ক ইউনিয়ন সমিতির প্রতিমা গড়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে সেই প্রতিমার মূর্তিতে দেখা মিলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুর্গা মা-কে নিয়ে কেন চলবে রাজনীতি খেলা ? তা নিয়েই উত্তপ্ত বাংলা। জানিয়ে রাখি, রাজ্যের সকল মানুষের নজর কাড়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলে প্রতিমা গড়ছে বাগুইআটির নজরুল পার্ক ইউনিয়ন।

agnimitra paul, bjp, অগ্নিমিত্রা পাল, দেবী দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্গা মমতা

এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেবী দুর্গার প্রতিমা গড়ার কাজ বন্ধ করার দাবি জানানো হয়েছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্য জানিয়েছেন, হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলবেন না। অবিলম্বে এই মূর্তি গড়ার কাজ বন্ধের দাবি জানিয়েছেন তিনি। অমিত মালবের মন্তব্যে পাল্টা জবাব দিয়েছে নজরুল ইউনিয়ন সমিতি। তারা জানিয়েছে, কারোর ভাবাবেগে আঘাত আনা হচ্ছে না। যে প্রতিমাটি পূজিত হবে সেটি সম্পূর্ণ আলাদা। সেখানে দেবী দুর্গার প্রতিমাই থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়।

agnimitra paul, bjp, অগ্নিমিত্রা পাল
“দুর্গা মা সবার দুর্গতি নাশ করেন, কিন্তু মুখ্যমন্ত্রী মানুষের দুয়ারে দুর্গতি ডেকে এনেছেন”, অগ্নিমিত্রা পাল | ছবি – সংগৃহীত

তবে কোনোভাবেই তা মানতে চায় না গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গা মূর্তি কে কেন্দ্র করে সরব হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি এদিন বলেন, “মা দুর্গা দুর্গতিনাশিনী, দুর্গা মা সবার দুর্গতি নাশ করেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুয়ারে দুর্গতি ডেকে এনেছেন। বাংলায় মেয়েরা ধর্ষিত হলে বিচার পায় না। ছেলেরা খুন হলে মামলা হয়না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে দুর্গতিনাশিনী হলেন ?”

agnimitra paul, bjp, অগ্নিমিত্রা পাল
“দুর্গা মা সবার দুর্গতি নাশ করেন, কিন্তু মুখ্যমন্ত্রী মানুষের দুয়ারে দুর্গতি ডেকে এনেছেন”, অগ্নিমিত্রা পাল | ছবি – সংগৃহীত

এছাড়াও তিনি আরও বলেন, “রাজ্যে প্রতিনিয়ত বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে, কিন্তু অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দূর্গতিনাশিনী বানিয়ে সামনে আনা হচ্ছে। উনি সমস্ত কিছু নিজের চোখে দেখেও চুপ করে বসে রয়েছেন। তাহলে তাকে কিভাবে দুর্গতিনাশিনী বলা হচ্ছে।” এর পাশাপাশি তিনি আরও বলেন, “যখন মানুষের অহংকার সর্বোচ্চ স্থানে পৌঁছায়, তখন মানুষ বুঝতে পারে যে সে কি করছে, কি বলছে, কোনটা ভাল আর কোনটা মন্দ। তবে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অবস্থা কেমন তা মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে।”

এরপর বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ভোট পরবর্তী হিংসা নিয়েও সরব হন। তিনি বলেন, “মা দুর্গা আমাদের সবার দুর্গতি নাশ করেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দুয়ারে দুর্গতি এনে দিয়েছেন, তাহলে কেন ওনাকে দেবী বানানো হচ্ছে।”