mukul roy, BJP, halfanama, হলফনামা, মুকুল রায়
ছবিঃ ফেসবুক

পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গে ইতিমধ্যে চতুর্থ দফার বিধানসভা নির্বাচনী ভোটগ্রহণ হয়ে গিয়েছে। বাকি রয়েছে এখনো চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব। এবার বাংলায় পাখির চোখ করেছে গেরুয়া শিবির।

গেরুয়া শিবিরের একটাই উদ্দেশ্য নির্বাচনী ভোটে জয়ী হয়ে বাংলায় উন্নয়ন সরকার গড়ে তোলা। আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গেরুয়া শিবিরের নেতা-নেত্রীরা। এবার একুশের বিধানসভা নির্বাচনে ভোটে কৃষ্ণনগরের উত্তর বিধানসভা কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের হয়ে লড়েছেন মুকুল রায়।

কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুল রায় হলফনামা জমা দিয়েছেন। হলফনামার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, হলফনামা জমা দেওয়ার সময় তার কাছে নগদ রয়েছে ৩৫ হাজার ৭৫২ টাকা। এছাড়াও তার ব্যবসায়ী স্ত্রীর কাছে রয়েছে ৬৫ হাজার ৭৫৯ আর টাকা।

বিজেপি প্রার্থীর এসবিআই ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে। এসবিআই একাউন্ট তার নামে ৮ লক্ষ ৪৪ হাজার ৩৭৯ টাকা রয়েছে। তার স্ত্রীর নামে দুটি ব্যাংক একাউন্ট রয়েছে। একটি ব্যাংকে তার স্ত্রীর নামে রয়েছে ১০ লক্ষ ৭ হাজার ২৬ টাকা ৯৬ পয়সা এবং অপর ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ২ লক্ষ ৩৩ হাজার ২৫৭ টাকা।

গেরুয়া শিবিরের প্রার্থী মুকুল রায়ের হলফনামা রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, তার নামে কাঁচরাপাড়া পৌরসভা এলাকার ছয় নম্বর ওয়ার্ডে একটি বাড়ি রয়েছে। তিনি হলফনামায় জানিয়েছেন, বাড়িটি উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন। যার বর্তমান বাজার মূল্য ৪২ লক্ষ টাকা। বিজেপির প্রার্থীর নিজস্ব কোনো জমি নেই। এমনকি চাষের জমি ও নেই।

মুকুল রায় হলফনামায় জানিয়েছেন, তার নামে কোন গাড়ি নেই। তবে তিনি জানিয়েছেন, তার স্ত্রীর নামেও কোন গাড়ি নেই। কিন্তু স্ত্রীর নামে হালিশহরের বীজপুরে একটি জমি রয়েছে। সেটির বর্তমান বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।

হলফনামা রিপোর্ট অনুযায়ী, বিজেপি প্রার্থীর কোন সোনা-রূপো অলংকার কিছুই নেই বলে উল্লেখ করেছেন। তবে রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, মুকুল রায়ের স্ত্রীর কাছে ১০৭.৬৬ গ্রাম সোনার গহনা রয়েছে। যার বাজার মূল্য ৪ লক্ষ ৮৪ হাজার ৪৭০ টাকা। এছাড়াও হলফনামায় তিনি জানিয়েছেন, এখনো পর্যন্ত নিজে শেয়ারবাজারে কোন বিনিয়োগ করেননি। তবে তার স্ত্রী শেয়ারবাজারে ২ লক্ষ ৪৫ হাজার টাকা বিনিয়োগ করেছে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী মুকুল রায়।