ট্রেন, লোকাল ট্রেন, বাতিল ট্রেন
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্বের অধিকাংশ দেশে আবারও নতুন ভাবে আতঙ্ক সৃষ্টি করেছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এমত অবস্থায় কোনও কোনও জায়গায় আবারও জারি হয়েছে লক ডাউনের পরিস্থিতি।

স্বাভাবিক হয়ে যাওয়া বিমান, ট্রেন পরিষেবা আবারও বিঘ্নিত হয়েছে। আসতে আসতে চালু হওয়া শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। একের পর এক পরীক্ষা বাতিল হয়ে চলেছে। এমত অবস্থায় আবারও সঙ্কটে পর্যটন পরিষেবা। বর্তমানে ট্রেন বা বিমান পরিষেবা পেতে বা কোথাও যেতে মানতে হচ্ছে কিছু নতুন নিয়ম।

সারা বিশ্বের মত ভারতেও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ একেবারে আছড়ে পড়েছে। করোনা ভাইরাসের শুরুর সময় থেকে পেরিয়ে গেছে একটি বছর। সেক্ষেত্রে নতুন বছরে নিউ নর্মালে সকলে ভেবেছিল হয়ত করোনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু আবারও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা দেশে।

শুধুমাত্র বিমান পরিষেবা নয়, রেলের কর্মীদের মধ্যেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেক্ষেত্রে সাধারণ মানুষের সাথে রেল কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই হাওড়া ডিভিশানে বাতিল হয়েছে একসাথে ১৬ জোড়া লোকাল ট্রেন। হাওড়া ডিভিশানে একের পর এক করোনা আক্রান্ত হয়েছে একাধিক কর্তা। অন্যদিকে শিয়ালদা ডিভিশানেও একই পরিস্থিতি।

শিয়ালদা ডিভিশানে একসাথে করোনা আক্রান্ত হয়েছে ৩০ জন চালক এবং ১০ জন গার্ড। এছাড়াও শিয়ালদা শাখার ডিআরএম এস পি সিং এর মন্তব্য অনুয়ায়ী চারশোর মত চালক থাকার জন্য বাতিল করতে হবে পাঁচ ছয় জোড়া ট্রেন। এছাড়াও হাওড়ার ডিআরএম সুমিত নারুলার মন্তব্য অনুয়ায়ী ডিভিশানের ২৫০ জন গার্ডের মধ্যে করোনা আক্রান্ত প্রায় ৩১ জন।

এই সব সমস্যার জন্য বাতিল হতে চলেছে মোট ১৬ জোড়া ট্রেন। ট্রেন গুলি হল, তিন জোড়া মেমারি লোকাল, একজোড়া বেলুড় মঠ, বারুইপারা, শ্রীরামপুর, পাণ্ডুয়া লোকাল এবং দুজোড়া করে তারকেশ্বর লোকাল।