পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনা হানা এবার রেল বিভাগেও। মহামারী করোনার জেরে দেশের বিভিন্ন রাজ্য আশঙ্কাজনক অবস্থায়। এবার পশ্চিমবঙ্গের পূর্ব রেলে করোনার প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যে পূর্ব রেলে ১২০০ জন রেলকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।
ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। পূর্ব রেলের ১২০০ জন সংক্রমিত কর্মীর মধ্যে ৭৫০ জন রেলকর্মী করোনা সংক্রমিত হয়েছে শিয়ালদা ডিভিশনে। পরিস্থিতি খুবই আশঙ্কাজন হয়ে উঠেছে এবং বর্তমানে রেল চালকের সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাতিল করা হলো ৫৪ জোড়া লোকাল ট্রেন।
গোটা দেশজুড়ে জাঁকিয়ে বসেছে মারণরোগ করোনা ভাইরাস। দেশে প্রতিনিয়ত করোনা সংক্রমনের সংখ্যা ৪ লক্ষ্যের গণ্ডি পার করেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন মানুষ। তারমধ্যে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জন মানুষের।
এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। এছাড়াও বাতিল করা হয়েছে একাধিক স্পেশাল ট্রেনও। এমন পরিস্থিতিতে সমস্যায় জড়ালেন সাধারন মানুষ। বিভিন্ন প্রয়োজনে বহু মানুষ ট্রেন-এ করে যাতায়াত করেন। নির্ধারিত সময়ে ট্রেন না পেলে সমস্যার মুখে পড়তে হবে নিত্যযাত্রীদের।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, রেল কর্মীদের মধ্যে করোনা সংক্রমনের সংখ্যা বেড়েই চলেছে। গত দশ বারো দিনের মধ্যে রেলের পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় প্রায় তিন হাজার কর্মী করোনা সংক্রামিত হয়েছেন। রেল কর্মীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা এতটাই বেড়ে চলেছে যে রেলের হাসপাতাল গুলিতেও মিলছে না ঠাই।
এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, গত সপ্তাহেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। তবে আজ শিয়ালদা ডিভিশনের ৫৪ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, এ ছাড়াও একাধিক স্পেশাল ট্রেনও বাতিল করা হয়েছে আজ। তবে ৪ তারিখ থেকে বাতিল হওয়া স্পেশাল ট্রেনগুলি, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। তার মধ্যে তালিকা ভুক্ত হয়েছে এই ট্রেন গুলি হাওড়া-বোলপুর শান্তিনিকেতন, শিয়ালদহ-আসানসোল, হাওড়া-সিউড়ি, ভাগলপুর-মুজফ্ফরপুর, নবদ্বীরধাম-মালদা টাউন, আসানসোল-দীঘা, আসানসোল-টাটানগর।
আজ শনিবার, শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-হাসনাবাদ, শিয়ালদা-কৃষ্ণনগর, শিয়ালদা-ডায়মন্ড হারবার, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-কাকদ্বীপ শাখার বহু ট্রেন বাতিল হয়েছে। অতিমারি করোনার জেরে আজ থেকে বহু ট্রেন মিলবেনা নির্ধারিত সময়ে। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, “যাত্রীর সংখ্যা কমেছে, অন্যদিকে রেলকর্মীরা করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এহেন পরিস্থিতির মধ্য দিয়ে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না,” বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।