পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা দেশের মতো বাংলাতেও সমাজের প্রান্তিক মানুষের রুটি রুজির উপর একটা বিশাল ভূমিকা রয়েছে ভারতীয় রেলের। লোকাল ট্রেনে করে শহরতলী বা কলকাতার বাইরের জেলাগুলি থেকে রোজ হাজার হাজার মানুষ কাজ করতে আসেন কলকাতায়। রেল লাইনের রক্ষণাবেক্ষণ এর কাজ চলার দরুন ১৩ ঘণ্টা ট্রেন বাতিল থাকছে শিয়ালদা-বনগাঁ সেকশনে। রেল পরিষেবা ব্যাহত থাকার কারনে ঝক্কি পোহাতে হয় সাধারণ নিত্য যাত্রীদের।
কম খরচে, কম সময়ে এবং অতি দ্রুত যাতায়াত করার জন্য লোকাল ট্রেনের বিকল্প মেলা ভার। তবে মাঝে মাঝেই রেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্যাহত হয় রেল পরিষেবা, সেই সাথে ঝক্কি পোহাতে হয় সাধারণ মানুষদের। এই সময়ে শিয়ালদা-বনগাঁ সেকশনের দত্তপুকুর রেল স্টেশনে, লাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
এই মর্মে পূর্ব রেলের কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, ২০শে জানুয়ারি শুক্রবার এবং ২১শে জানুয়ারি শনিবার রাত ১২টা ৫মিনিট থেকে সকাল ৬টা ০৫মিনিট পর্যন্ত এবং ২২শে জানুয়ারি রবিবার ও ২৩শে জানুয়ারি সোমবার রাত ১২টা ০৫মিনিট থেকে সকাল ৭টা ০৫মিনিট পর্যন্ত ওই কাজ চলবে। যার দরুন ওই সময়ে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। নিচে বাতিল হওয়া লোকাল ট্রেন গুলির তালিকা দেওয়া হলো।
শুক্রবার ২০শে জানুয়ারি যে ট্রেনগুলি বাতিল থাকবেঃ
আপ ৩৩৮৬৩ শিয়ালদহ-বনগাঁ লোকাল।
ডাউন ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদহ লোকাল।
শনিবার, ২১শে জানুয়ারি যে ট্রেনগুলি বাতিল থাকবেঃ
আপ ৩৩৮১১ শিয়ালদহ-বনগাঁ লোকাল।
আপ ৩৩৮১৩ শিয়ালদহ-বনগাঁ লোকাল।
আপ ৩৩৮৬৩ শিয়ালদহ-বনগাঁ লোকাল।
ডাউন ৩৩৮১২ বনগাঁ-শিয়ালদহ লোকাল।
ডাউন ৩৩৮১৮ বনগাঁ-শিয়ালদহ লোকাল।
ডাউন ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদহ লোকাল।
আপ ৩৩৬৫১ শিয়ালদহ-হাবড়া লোকাল।
ডাউন ৩৩৬৫২ হাবড়া-শিয়ালদহ লোকাল
রবিবার, ২২শে জানুয়ারি যে ট্রেনগুলি বাতিল থাকবেঃ
আপ ৩৩৮১১ শিয়ালদহ-বনগাঁ লোকাল।
আপ ৩৩৮১৩ শিয়ালদহ-বনগাঁ লোকাল।
আপ ৩৩৮১৫ শিয়ালদহ-বনগাঁ লোকাল।
আপ ৩৩৮৬৩ শিয়ালদহ-বনগাঁ লোকাল।
ডাউন ৩৩৮১২ বনগাঁ-শিয়ালদহ লোকাল।
ডাউন ৩৩৮১৮ বনগাঁ-শিয়ালদহ লোকাল।
ডাউন ৩৩৮২২ বনগাঁ-শিয়ালদহ লোকাল।
ডাউন ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদহ লোকাল।
আপ ৩৩৬৫১ শিয়ালদহ-হাবড়া লোকাল।
ডাউন ৩৩৬৫২ হাবড়া-শিয়ালদহ লোকাল।
২৩শে জানুয়ারি, সোমবার যে ট্রেনগুলি বাতিল থাকবেঃ
আপ ৩৩৮১১ শিয়ালদহ-বনগাঁ লোকাল।
আপ ৩৩৮১৩ শিয়ালদহ-বনগাঁ লোকাল।
আপ ৩৩৮১৫ শিয়ালদহ- বনগাঁ লোকাল।
ডাউন ৩৩৮১২ বনগাঁ-শিয়ালদহ লোকাল।
ডাউন ৩৩৮১৮ বনগাঁ-শিয়ালদহ লোকাল।
ডাউন ৩৩৮২২ বনগাঁ- শিয়ালদহ লোকাল।
আপ ৩৩৬৫১ শিয়ালদহ-হাবড়া লোকাল।
ডাউন ৩৩৬৫২ হাবড়া-শিয়ালদহ লোকাল।
এছাড়াও ২১শে, ২২শে ও ২৩শে জানুয়ারি এই কাজ চলার দরুন ডাউন ৩৩৬১২ দত্তপুকুর-শিয়ালদহ লোকাল দত্তপুকুরের বদলে বামনগাছি স্টেশন থেকে ছাড়বে।