পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনার দ্বিতীয় ওয়েব দেশজুড়ে আছড়ে পড়েছে। বেড়ে চলেছে করোনা সংক্রমনের সংখ্যাও। সবচেয়ে বেশি তুলনায় সংক্রমণ ঘটছে মহারাষ্ট্রে। গোটা দেশের সংক্রমনের তুলনায় অর্ধেকেরও বেশি সংক্রমণ ঘটেছে সেখানে।
হাত গুনে মাত্র আরো কয়েকটা দিন। তার পরই শুরু হতে চলেছে আইপিএল। এবার দেশের মাটিতেই অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল টুর্নামেন্ট। ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ রয়েছে ওয়াংখেড়েতে। সেই ম্যাচ দিয়েই মুম্বাই-এ শুরু হবে এবারের আইপিএল এর আসর এবং সেখানে ২৫ এ এপ্রিল পর্যন্ত আইপিএল (IPL) খেলা চলবে।
করোনা মহামারীর জেরে আইপিএল শুরু হওয়ার আগেই বড় ধাক্কা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের। মহারাষ্ট্রে করোনা সংক্রমণ এর চাপ এতটাই বেড়ে চলেছে। এর মধ্য দিয়ে আইপিএল অনুষ্ঠিত হওয়া নিয়েও চিন্তায় ফেলল ক্রিকেট অ্যাসোসিয়েশন বোর্ডকে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা সংক্রমনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৯১৩ জন। তার মধ্যে মুম্বাইয়ে ওয়াংখেড়ের ৮ জন মাঠ কর্মী ও আক্রান্ত হলেন। তাদের করোনা আক্রান্তের কথায় বোর্ড জানিয়েছে, “মাঠকর্মীরা প্রতিদিনই ট্রেনে করে যাতায়াত করেন যার কারণেই করোনা আক্রান্ত হয়েছেন।”
তবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এর এক সদস্য জানিয়েছেন, ‘মাঠ কর্মীদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা করছি। স্টেডিয়ামে প্রচুর ঘর রয়েছে যেখানে তাদের রাখা যেতে পারে। আইপিএলের ম্যাচ হওয়া নিয়ে কোনো চিন্তার কারন নেই। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে’।
মহারাষ্ট্রের যে হারে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে সুরক্ষার ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, দর্শকশূন্য স্টেডিয়ামেই আয়োজিত হবে আইপিএল। তবে খেলোয়াড়দের সাত দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর খেলায় অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।