পশ্চিমবঙ্গ ডেস্কঃ বিগত কয়েকদিন ধরে বাণিজ্য নগরী মুম্বাই-এ ভারী বৃষ্টি হয়ে চলেছে। যার জেরে ইতিমধ্যেই বানভাসির চেহারা নিয়েছে মুম্বাই শহর। একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। প্রবল বৃষ্টির জেরে বিভিন্ন স্থানে ধস নেমেছে। এই ঘটনায় প্রান হারিয়েছেন বহু মানুষ।
গতকাল গভীর রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত প্রবল বৃষ্টি হয় মুম্বাই শহরে। আবহাওয়া দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী মুম্বাই-এ গতকাল রাতে এক ঘন্টায় ১০০ মিমি বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির জেরে মুম্বাই ও মুম্বাই শহরতলীতে মাটি আলগা হয়ে ধ্বস নামতে শুরু করেছে। জার ফলে বহু বাড়ি ভেঙে পড়েছে। বড় বড় ঘরবাড়ি ভেঙে পড়ায় বহু মানুষের মৃত্যু হয়েছে। আবার অনেকেই আটকে পড়ে রয়েছেন।
বাণিজ্য নগরী মুম্বাই প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে এখনো পর্যন্ত এই বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন মানুষ। এছাড়াও গুরুতর আহত হয়েছেন দু’জন। তাদেরকে ইতিমধ্যেই পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসাধীনে পাঠানো হয়েছে।
আটকে পড়ে থাকা মানুষদেরকে উদ্ধার করার জন্য ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা উদ্ধারকার্য শুরু করেছে। তবে উদ্ধারকার্যে নেমে একজন উদ্ধারকারী জানিয়েছেন, ‘প্রচণ্ড বৃষ্টিতে ধস নেমেছে। পাহাড়ের পাদদেশে অবস্থিত ১৫-২০টি কুঁড়েঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। সেই ধ্বংসস্তূপে ১৫ জনের বেশি আটকে থাকতে পারে।’
শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়েছে মুম্বাইয়ের চুনাভাটি, দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর ও কুরলা এলবিএস রোড। নিচু অঞ্চল গুলির অবস্থা অতি ভয়াবহ বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
ইতিমধ্যে গোটা মুম্বাই জুড়ে লাল সর্তকতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে মুম্বাই রেল পরিষেবা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও শক্তপোক্ত নয়, এমন বাড়িগুলি ছেড়ে বাসিন্দাদের কে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে মহারাষ্ট্র প্রশাসন।