sonu sood, indian railway, sonu sood apologized to indian railway, সনু সদ, ভারতীয় রেলওয়ে, ভারতীয় রেলওয়ের কাছে ক্ষমা চাইলেন সনু সুদ
মুম্বাই রেলওয়ে পুলিশের সর্তকতা সনু সুদকে, ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন অভিনেতা

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় চলচ্চিত্রের একজন জনপ্রিয় এবং পরিচিত মুখ হল সনু সুদ (Sonu Sood)। যিনি হিন্দি ছাড়াও তামিল, তেলেগু চলচ্চিত্রে একজন সফল অভিনেতা। অতিমারী করোনার সময় থেকে এই অভিনেতা সকলের কাছে সমাজসেবামূলক কাজের জন্য আরো বেশি করে জনপ্রিয়তা লাভ করেছেন। বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এই অভিনেতার এক ভিডিও, যার জন্য তার নিন্দা করেছে উত্তর-রেলওয়ে। তবে সম্প্রতি সেই ভুল বুঝতে পেরে রেলওয়ের কাছে ক্ষমা চাইলেন সনু।

বেশ কয়েকদিন আগে নেটদুনিয়ায় অভিনেতা সনু সুদ পোস্ট করেছিলেন এক ভিডিও। যেখানে ট্রেনের দরজার সামনে বসে প্রকৃতির হাওয়া উপভোগ করছিলেন তিনি। ট্রেনের দরজার সামনের জায়গাটা ছিল খুবই বিপদজনক। ফলে একজন অভিনেতা হয়ে তাঁর এরকম অসুরক্ষিত কাজ দেখে ক্ষুব্ধ হয়েছে উত্তর-রেলওয়ে কর্তৃপক্ষ। এমনকি মুম্বাই রেলওয়ে পুলিশও অভিনেতা সনু সুদকে (Sonu Sood) এইরকম বিপদজনক কাজ না করার জন্য সতর্ক করেছেন।

অভিনেতা সনু সুদের ওই ধরনের বিপদজনক ভিডিও দেখে উত্তর-রেলওয়ে কর্তৃপক্ষ টুইট করে লেখেন, সকলের কাছে আপনি একজন রোল মডেল। আপনাকে অনুসরণ করে অনেক মানুষ। চলন্ত ট্রেনের দরজার সামনে এ ধরনের কাজ অসুরক্ষিত। সকলের কাছে এই ধরনের ভিডিও-র দ্বারা পৌঁছাচ্ছে ভুল বার্তা। দয়া করে এই ধরনের বিপদজনক কাজের থেকে বিরত থাকুন এবং সুরক্ষিত যাত্রা করুন। তবে পরবর্তীতে অভিনেতা সনু সুদ (Sonu Sood) তাঁর এই ভুল বুঝতে পেরে ক্ষমা চান উত্তর-রেলওয়ে কর্তৃপক্ষের কাছে।

অভিনেতা সনু উত্তর-রেলওয়ের টুইটের উত্তরে পরবর্তীতে টুইট করে লেখেন, আমি ক্ষমাপ্রার্থী এই ধরনের আচরণের জন্য। ভুল বার্তা প্রচারের কোন উদ্দেশ্য আমার ছিল না। আমি কেবল ভাবছি এই ভিডিয়ো দেখে তাঁদের কেমন লাগছে যাদের জীবন এখনও ট্রেনের দরজায় কাটে। ভুল ধরিয়ে দেওয়ার জন্যে ভারতীয়-রেলকে ধন্যবাদ। সনু সুদের (Sonu Sood) এই কাজের জন্য মুম্বাই রেলওয়ে পুলিশও তাঁকে সতর্ক করেন। কারন এইসব দৃশ্য ছবিতেই দেখা যায় বাস্তবে এইসব কখনোই হয় না। হলে তা খুবই বিপদজনক পরিস্থিতির সৃষ্টি করে।