habra, rahul sinha, রাহুল সিনহা, হাবড়া
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে চলছিল বিধানসভা নির্বাচন ভোট। ৮ দফায় বিধানসভা নির্বাচন ভোট সম্পন্ন হয়েছে গতকাল। ভোট উৎসবের প্রথম দিকে বিভিন্ন স্থান থেকে অশান্তির ঘটনা উঠে আসলেও দফা যত কমে এসেছে অশান্তির ঘটনা ততটাই কমে এসেছে।

একমাস ব্যাপী ভোট উৎসবে বঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন সে লড়াইটা আপাতত শেষ। শুধু এখন অপেক্ষা ফলাফল প্রকাশের। নির্বাচনী ভোটের ফলাফল প্রকাশ হবে আগামী ২ রা মে। আগামী রবিবার, নবান্ন কাদের দখলে সেটা নির্ধারিত হবে আর সে দিকেই তাকিয়ে বাংলার মানুষ। তবে গতকাল অষ্টম দফার বিধানসভা নির্বাচন ভোটের দিন বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

করোনা আবহের মধ্য দিয়ে রাজ্যে হয়েছে ভোট। তারই মধ্যে হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহার বিস্ফোরক দাবি নিয়ে এবার তোলপাড় রাজ্য রাজনীতি। তিনি গতকাল তার ফেসবুক প্রোফাইলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন এবং তিনি লিখেছেন, “হাবড়া পৌরসভার দুর্নীতিকে ঢাকতে আগুন দিয়ে জ্বালিয়ে সমস্ত নথি পত্র পুড়িয়ে দেওয়া হয় নি তো ? সঠিক নিরপেক্ষ তদন্তের দাবি জানাই।”

এছাড়াও তার প্রোফাইলে তিনি একটি ভিডিও আপলোড করেন। ভিডিওটিতে তিনি বলেছেন, “হাবড়া পৌরসভার অফিস রুমে আকস্মাত আগুন এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, বিরাট চুরি হয়েছে। সে চুরি ঢাকতে পরিকল্পিত ভাবে তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়েছে বলে তার দাবি।” তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে বাংলায় সরকার পরিবর্তন হচ্ছে। আর সরকার পরিবর্তন হলে হাবড়ার যে সমস্ত দুর্নীতি আছে তার মধ্যে পৌরসভার দুর্নীতি ও চলে আসবে। সেই জন্য হাবড়া পৌরসভার অফিসে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে রেকর্ড নষ্ট করার কাজ করছে। এর পুরোপুরি তদন্ত চাই এবং এর তদন্ত হওয়া উচিত।”

দোষীদের কে খুঁজে বার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন রাহুল সিনহা। এছাড়াও তার দাবি, “পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের পিছনে তৃণমূলের বহু মাথা জড়িত আছে। আর্থিক দুর্নীতিকে ধামাচাপা দিতে হাবড়ার মিউনিসিপ্যালিটি অফিস রুমে আগুন লাগানো হয়েছে বলে দাবি জানিয়েছিন।