jagdeep dhankhar, west bengal, কোচবিহার, শীতলকুচি, ভোট পরবর্তী হিংসা, জগদীপ ধনকড়
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ মহামারী করোনার মধ্যে দিয়েও রাজ্যে ভোট পরবর্তী হিংসা বন্ধ হলো না। গতকাল রাজ্যে ভোট-পরবর্তী হিংসা কবলিত এলাকা গুলি পরিদর্শন করতে বেরিয়ে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি গতকাল বিএসএফ-এর (BSF) হেলিকপ্টারে করে পৌঁছেছিলেন কোচবিহার।

কোচবিহারে ভোট-পরবর্তী হিংসা কবলিত অঞ্চল গুলি ঘুরে ঘুরে দেখেন জগদীপ ধনকড়। তার মধ্যে তিনি কোচবিহারের মাথাভাঙ্গা ও শীতলকুচি এলাকাতেও গিয়েছিলেন ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি যাচাই করতে। সেখানে ভোট পরবর্তী হিংসায় ভাঙচুর হয়েছে অনেক ঘরবাড়ি। সেই সব পরিস্থিতি গুলো তিনি খতিয়ে দেখেছেন, এমনকি আক্রান্তদের সঙ্গে কথাও বলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

jagdeep dhankhar, mamata banrjee, west bengal, কোচবিহার, শীতলকুচি, ভোট পরবর্তী হিংসা
ছবি – সংগৃহীত

রাজ্যপাল কোচবিহারের সন্ত্রাস কবলিত এলাকা ঘুরে দেখার পর, এবার তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন তিনি। কোচবিহারের বিভিন্ন এলাকা ঘুরে তিনি ঝড় তোলেন টুইটারে। তিনি এদিন বলেন, “হিংসা যে এত ভয়াবহ, তা আমি কল্পনা করতে পারিনি।”

আরও পড়ুনঃ ভোটে জিতে নিজের এলাকায় কাজ শুরু করে দিলেন বিধায়ক রাজ চক্রবর্তী

এদিন তিনি টুইট করে লিখেছেন, “কোচবিহারে প্রভাবিত এলাকা ঘুরে দেখলাম। পরিস্থিতি দেখে মন ভারাক্রান্ত। নির্যাতনের কাহিনী শুনে আমার চোখের জল শুকিয়ে গিয়েছে। ভোট পরবর্তী হিংসা যে এত ভয়াবহতা, তা আমি আগে কখনো কল্পনা করতে পারিনি।”

এছাড়াও তিনি জানিয়েছেন, “গণতন্ত্রের রাজনৈতিক বিরোধিতার মূল্য যে প্রাণ দিয়ে চোকাতে হবে, এটা সারাদেশে আর কোনও রাজ্যে হয় না। তবে কেন নির্বাচনে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই রক্ত ঝরে ?”

আরও পড়ুনঃ রাজ্যপাল: “প্রয়োজনে নিজের বুকে গুলি খেতেও প্রস্তুত আমি, কোথায় গেল মানবাধিকার সংগঠনগুলি ? “

গতকাল তিনি ভোট পরবর্তী হিংসা নিয়ে কোচবিহারের বিভিন্ন এলাকায় ঘুরে দেখলেন। এবার আজ তিনি আসামের ত্রাণ শিবিরে যাবেন। যারা প্রান বাঁচাতে রাজ্য ছেড়ে আসামে গিয়ে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে, তাদের সঙ্গে দেখা করতে যাবেন রাজ্যপাল। গতকাল রাতেই সে বিষয়ে ট্যুইট করে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

jagdeep dhankhar, mamata banrjee, west bengal, কোচবিহার, শীতলকুচি, ভোট পরবর্তী হিংসা
ছবি – সংগৃহীত

গভর্নর ওয়েস্টবেঙ্গল জগদীপ ধনকড় এর টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়েছে, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনকড় আসামের রানপাগলী শিবির পরিদর্শন করবেন, এছাড়াও ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেবেন। যারা শিবিরে আশ্রয় নিয়েছেন, তাদের সাথে তিনি আলাপচারিতা করবেন” বলে জানিয়েছেন। জানা গিয়েছে, বিএসএফ-এর (BSF) হেলিকপ্টারে করে সকাল ৮ঃ১৫ নাগাদ আসামের রানপাগলি পৌঁছাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

এরপর তিনি আরও একটি ট্যুইট করে জানিয়েছেন, “সকাল ন’টা নাগাদ রানপাগলি শিবিরে পৌঁছে গণমাধ্যমের সাথে আলাপ করবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।”