পশ্চিমবঙ্গ ডেস্কঃ আসন্ন বিধানসভার ভোটে উত্তপ্ত বাংলা। বঙ্গে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে তবে এখনো বাকি রয়েছে ৬ দফার ভোট গ্রহণ।
আসন্ন বিধানসভা নির্বাচনে বঙ্গে বহিরাগত গুন্ডা ও দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠছে অনেক অভিযোগ। বাইরে থেকে বহিরাগতদের কে বঙ্গে প্রবেশ করিয়ে ভয় দেখিয়ে ভোট দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। জানা যাচ্ছে যে বহিরাগতরা জোরপূর্বক ভোটারদেরকে ভয় দেখিয়ে চলেছে। টাকা দিয়ে ভোট কিনতে চাইছে। হুমকি দেওয়া হচ্ছে ভোটারদেরকে।
এমন অভিযোগ ওঠার পর থেকেই বহিরাগত দুষ্কৃতীদের কে আটক করতে নয়া সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শহরের বিভিন্ন এলাকায় নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে পুলিশ কর্মীদের ওপর জোর দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা লাগিয়ে মনিটরিং করা হচ্ছে প্রতিনিয়ত।
নদীয়া জেলার নবদ্দীপ শহর ও ব্লক জুড়ে নাকা চেকিং এর কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বহিরাগত গুন্ডা ও দুষ্কৃতীদের আটক করতেই শুরু হয়েছে এই কাজ। পুলিশের টহলদারি চলছে শহরের প্রতিটি মোড়ে মোড়ে
নবদ্বীপের তেঘরিপারা জোড়া ব্রিজ এর কাছে চলছে নবদ্বীপ থানা পুলিশের জোরদার নাকা চেকিং। এছাড়াও নবদ্বীপ ব্লকের ইদ্রাকপুরের মাদারীপুর রোডে ও মালঞ্চ পাড়ার বিষ্ণু প্রিয়া ব্রিজের কাছে সকাল-সন্ধ্যা চলছে পুলিশের নাকা চেকিং। তৃতীয় দফা ভোটের আগেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন।
নাকা চেকিং চালিয়ে কোন বহিরাগত বা বেআইনি অস্ত্র পাচারের কান্ড ধরা পড়ছে কিনা সেসব বিষয়ে একটি লিস্ট তৈরি করা হচ্ছে এবং সেগুলি প্রতিদিনই জেলার নির্বাচনের দায়িত্ব থাকা অধিকারীদের কাছে জমা দিতে বলা হয়েছে। তবে জানা গিয়েছে বিধানসভা ভোট শেষ হওয়া পর্যন্ত চলবে এই নাকা চেকিং।