
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- এবার ফের ধর্ষণ করে খুনের অভিযোগ উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নন্দীপাড়ায়। সেখানে একটি পটলের ক্ষেতের থেকে একজন মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দেগঙ্গা থানার পুলিশ এবং প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নন্দীপাড়া এলাকায় ঐ জমির মালিক হলেন কুতুবউদ্দিন মন্ডল। আজ তিনি সকালে যখন পটলের জমিতে যান। তখন তিনি ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে তিনি এলাকাবাসীদের খবর দেন। স্থানীয় লোকজনেরা খবর দেন দেগঙ্গা থানায় এবং খবর পাওয়ার পর ওই স্থানে পৌছায় পুলিশ।
তবে ওই মহিলার মৃতদেহের পাশে গ্লাস, প্লেট, মহিলার রক্তমাখা জামাকাপড় ও পান মসলার প্যাকেট উদ্ধার করেছে দেগঙ্গা থানার পুলিশ। এছাড়া পুলিশ ওই মহিলার মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এখনো পর্যন্ত মৃতদেহের সনাক্তকরণ হয়নি।
পুলিশের তরফ থেকে আরও অনুমান করা হচ্ছে যে, এই মহিলাকে চিনতেন এমন কোন ব্যক্তি তাকে এখানে নিয়ে এসেছিলেন এবং সেই ব্যক্তি ওই মহিলার ধর্ষণ করে খুন করেছেন বলে মনে করা হচ্ছে।
আজ সকালে এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে দেগঙ্গা পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।