পশ্চিমবঙ্গ ডেস্কঃ গত একমাস ধরে রাজ্যে খেলা চলেছে। তবে এই খেলায় কোন দল জয়ী হবে তা আজ নির্ধারিত করা হবে। সকাল থেকেই বিভিন্ন গণনা কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। ভোট গণনার দিন সকালে বেশ কিছু জায়গায় অশান্তির ছবি ফুটে উঠলে ও পরবর্তীতে আর কোনো অশান্তির ঘটনা তেমন পাওয়া যায়নি।
বিধানসভা নির্বাচন ভোটকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে বিভিন্ন স্থানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন “খেলা হবে”। তবে রাজ্যে এবার ‘খেলা’ শেষ হয়েছে। সেই খেলার আজ একটি গুরুত্বপূর্ণ দিন।
সকাল থেকে বিভিন্ন গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন রাউন্ডের গণনার শেষে দেখা যাচ্ছে কোথাও এগিয়ে আছে তৃণমূল, আবার কোথাও এগিয়ে আছে পদ্ম শিবের। তবে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রায় ৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন এককালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।
একাধিক হেভিওয়েট কেন্দ্রের মধ্যে বাংলার মানুষ নজর রেখেছে নন্দীগ্রাম কেন্দ্রে। তবে নন্দীগ্রাম কেন্দ্রের অবস্থা খারাপ হলেও কলকাতাতে বেশ ভালো অবস্থানে রয়েছে ঘাসফুল শিশু। তবে নন্দীগ্রামে পিছিয়ে থাকলেও ভরসা হারাননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “এখনো অনেক রাউন্ড বাকি আছে।” শেষে ঘাস ফুল শিবিরেরই জয় হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা।
অন্য দিকে ভোট গণনা নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জানিয়েছেন, “ভোট গণনার মধ্যে উত্থান-পতন চলছে। ক্রমশ পেছনের দিকে যাচ্ছে তৃণমূল। বিজেপি ঠিক দিকে এগোচ্ছে। তবে ৫০ শতাংশ গণনার না হলে এখনই কিছু বলা সম্ভব নয়।”
বিভিন্ন স্থানে গেরুয়া শিবির ঘাসফুল শিবিরকে টেক্কা দিতে না পারলেও নন্দীগ্রাম কেন্দ্রে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। নন্দীগ্রামের কথা তুলে ধরে দিলিপ ঘোষ বলেন, “নন্দীগ্রামের মানুষ শুভেন্দু কে পছন্দ করে। আর শুভেন্দু কে নিয়ে অনেক আশা ছিল আমাদের।”