kisan samman nidhi, পিএম কিষান সম্মান নিধি,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা দেশে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেক্ষেত্রে ভারতের স্থান প্রায় শীর্ষে উঠে এসেছে। এমত অবস্থায় দেশের কয়েকটি রাজ্যে এই ভাইরাসের প্রকোপ মারাত্মক রূপে দেখা দিচ্ছে। পশ্চিমবঙ্গ, দিল্লী, ছত্তিসগড়, পাঞ্জাব, মহারাষ্ট্র এর মধ্যে এগিয়ে আছে সবচেয়ে।

মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ। মহারাষ্ট্র সরকার প্রায় পুরো লক ডাউনের কথা ঘোষণা করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক নেতাদের জনসভা এবং র‍্যালিতে জন সমাবেশ যেন করোনা ভাইরাসের প্রকোপকে আরও বাড়িয়ে দিয়েছে।

এর মধ্যেও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন যে, যদি প্রধানমন্ত্রী সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতেন তবে করোনা ভাইরাসের এতো বার বাড়ন্ত হত না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে বারবার আর্জি জানিয়েছিলেন যে, বাকি দফার ভোট যেন একসাথে হয়। কিন্তু নির্বাচন কমিশন সেই রকম কোনও নির্দেশিকা দেন নি। সে মর্মে মুখ্যমন্ত্রীর বক্তব্য নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর হয়ে কাজ করছে। এমত অবস্থায় রাজ্যে করোনা ভাইরাস প্রধানমন্ত্রীর জন্য ছড়াচ্ছে।

যদিও এই প্রসঙ্গে বিজেপির তরফে কোনও রকম কোনও মতামত পাওয়া যায়নি।