পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ শুক্রবার ২৬ শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস হিসেবে এই দিনটিকে উদযাপন করা হয়। এই দিনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযোদ্ধাদের সংগ্রামে নামার আহ্বান জানিয়েছিলেন।
২০২১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম অনুষ্ঠানমালা আজ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
গোটা বিশ্ব জুড়ে করোনা মহামারীর জেরে বিদেশ ভ্রমণে যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রনের চিঠি পেয়ে তিনি আজ বাংলাদেশ পা রেখেছেন।
ঢাকা বিমানবন্দরে রাজকীয় বন্দোবস্ত করেছিলেন বাংলাদেশ সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর উদ্দেশ্যে। মোদীজি ঢাকার বিমানবন্দরে পা রাখতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোদ তাকে স্বাগত জানান।
মোদি সরকার সব সময় পড়শী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। সেই জন্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রনের চিঠি পেয়ে ইতিমধ্যেই বাংলাদেশে পা রেখেছেন তিনি। যদিও বর্তমানে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক অত ভালো নয়। তবে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে ইতিমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কে চিঠি পাঠিয়েছে মোদী সরকার।
দু’দিনের এই বাংলাদেশ সফরে কোথায় কোথায় যাবেন নরেন্দ্র মোদি? দুদিনের এই বাংলাদেশ সফরে মোদী যাবেন সাতক্ষীরার ঈশ্বরীপুরে। এছাড়াও তিনি যাবেন বাংলাদেশের ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দির দর্শন করতে। নরেন্দ্র মোদির এই দু’দিনের বাংলাদেশ সফরকে উপলক্ষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর, জেলার সড়ক এবং মহাসড়ক গুলিতে চেকপোস্ট অ্যাকশন ব্যাটেলিয়ান বাহিনী দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।