naseeruddin shah talks about taliban, নাসিরুদ্দিন শাহ

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক:- আফগানিস্তানে তালিবানের দখল নিয়ে অবশেষে মুখ খুললেন বলিউডের অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এবার তিনি ভারতীয় মুসলমানদের জন্য দিলেন এক কড়া বার্তা। তবে তার এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে নেট পাড়ায়।

এদিন বলিউডের অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেন “আফগানিস্তানে তালিবানের ফিরে আসা গোটা বিশ্বের জন্য চিন্তার কারণ এবং তার থেকেও বেশি চিন্তার কারণ হলো এই যে কিছু ভারতীয় মুসলমান গোষ্ঠী এই তালিবান কে সমর্থন করছে। তারা দেশের জন্য কোন অংশে কম ক্ষতিকারক নয়।”

তার এই বক্তব্যে নাসিরুদ্দিন শাহ ভারতীয় মুসলিমদের উদ্দেশ্যে বলেছেন যে, “ভারতীয় মুসলমানদের ঠিক করতে হবে যে তারা তাদের ধর্মে নতুনত্ব আনতে চান কিনা ? নাকি তারা পুরনো বর্বরতার সঙ্গে বেঁচে থাকতে চান ?” এছাড়া তিনি ভারতীয় মুসলমানদের উদ্দেশ্যে আরো বলেন যে, “ভারতের ইসলাম অন্য ইসলামের থেকে আলাদা, যতদিন এই পার্থক্যটা বজায় থাকবে ততদিন আমরা সুরক্ষিত থাকবে।”

তবে তার এই মন্তব্য কে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। কিছু মানুষ যেমন তার এই মন্তব্য কে সাধুবাদ জানাচ্ছেন এবং তার এই চিন্তাধারার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছেন। ঠিক সেই সময় কিছু মানুষ তার বিরুদ্ধেও কথা বলছেন।

আফগানিস্থানে তালিবানের ইতিহাস মনে করলে তা এখনকার যুগে মানব সভ্যতার জন্য কতটা যুক্তিসঙ্গত হতে পারে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তালিবানের নতুন করে ক্ষমতায় আসায় ইসলামিক শরিয়া আইন ইতিমধ্যেই চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এই আইনের মাপ দন্ডে মহিলাদের অধিকার যে অত্যন্ত সীমিত তা নিয়ে কোন সন্দেহ নেই।