পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা দেশে বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। দেশের অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গের অবস্থাও ভাল নয়। এমত অবস্থায় রাজ্যে একেধারে যেমন দেখা গেছে হাসপাতালে বেডের অভাব, তেমনই অভাব হয়েছে ভ্যাক্সিন এবং অক্সিজেনের। এমত অবস্থায় দেশে অক্সিজেনের জোগান মেটাতে পৌঁছে গেলো ভারতীয় নৌসেনার রণতরী ” আইএনএস কলকাতা।”
ভারতে করোনা ভাইরাসের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। অভাব হচ্ছে পর্যাপ্ত অক্সিজেনের। অক্সিজেনের অভাবে নিত্য রোগী মৃত্যুর ঘটনা সামনে আসছে। এমত অবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্যগুলির মধ্যে দিল্লীর, মহারাষ্ট্র এর পরেই উঠে এসেছে পশ্চিমবঙ্গের নাম।
এই সময় দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সারা বিশ্ব। সেই মর্মে আজই অক্সিজেন এবং চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে কাতার ও কুয়েত থেকে নিউ ম্যাঙ্গালোর বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় নৌসেনার জাহাজ ” আইএনএস কোলকাতা।”
#Watch | INS Kolkata arrives in New Mangalore with 54 MT medical oxygen, 400 oxygen cylinders, and 47 oxygen concentrators from Qatar and Kuwait: Indian Navy pic.twitter.com/FQfC3SaXIf
— ANI (@ANI) May 10, 2021
বর্তমানে করোনা মোকাবিলায় কুয়েত এবং কাতার থেক ৫৪ মেট্রিক টন লিকুইড অক্সিজেন, ৪০০ অক্সিজেন সিলিন্ডার, ৪৭ টি অক্সিজেন কন্সেনট্রেটর। এতো পরিমাণ চিকিৎসার দ্রব্যাদি এর ফলে যে দেশের অনেকটাই সাহায্য হবে তা বলাই বাহুল্য। করোনা ভাইরাসের প্রথম ধাক্কায় সারা বিশ্বে প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন, ভ্যাক্সিন সরবরাহ করেছে ভারত।
বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর ধাক্কায় যখন বেসামাল ভারত এমত অবস্থায় একের পর এক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সারা বিশ্বের সমস্ত দেশ। কাতার, কুয়েত ছাড়াও ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, মধ্য প্রাচ্য সহ গোটা বিশ্ব।