পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে ঘিরে রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত বেশ বড় আকার ধারণ করেছে। গত সোমবার, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে দিল্লির নর্থ ব্লকে কর্মী বর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকে হাজিরা দেওয়ার কথা ছিল।
কিন্তু বর্তমানে আলাপন বন্দ্যোপাধ্যায়-এর দিল্লি যাওয়া বন্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলাপন বন্দ্যোপাধ্যায় হাজিরা না দেওয়ায় গতকাল তাকে ফের ডেকে পাঠিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু তিনি সেখানে যাননি। গতকালই তিনি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব পদ থেকে ইস্তফা দিয়েছেন। এরপরই তিনি মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত হন। কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই লড়াইয়ে কে জয়লাভ করল সে তো সময়ই বলবে। তবে কেন্দ্র ও রাজ্যের এই সংঘাতকে ঘিরেই নেটদুনিয়ায় নতুন ট্রেন্ড শুরু হয়েছে। ‘#BengaliPrimeMinister’
Just, support didi till 2024 and u will find a new PM Of India @MamataOfficial#BengaliPrimeMinister pic.twitter.com/6sDSGW3Pg0
— Praveen Maurya (@Praveen59805068) May 31, 2021
নেট মাধ্যমের এই ট্রেন্ড দেখে বোঝাই যাচ্ছে রাজ্যের কিছু মানুষ বাঙালি প্রধানমন্ত্রী চাই বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। রাজনৈতিক মহলে এখনো পর্যন্ত এই সুর পাওয়া না গেলেও, নেটদুনিয়ায় এই সুর ভেসে উঠেছে। যার কারণেই নেটদুনিয়ায় ট্রেন্ড করছে ‘#BengaliPrimeMinister’। এখনও পর্যন্ত ২৭ হাজার ৮০০ মানুষ টুইট করেছে ‘#BengaliPrimeMinister’ বলে।
জানিয়ে রাখি, ১৯৪৭ সালে ভারত বর্ষ স্বাধীন হয়। ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোন বাঙালি প্রধানমন্ত্রী হয়নি। তবে এবার নেট দুনিয়ায় এমন ট্রেন্ড দেখে বোঝাই যাচ্ছে ২০২৪ এর লোকসভা ভোটকে কেন্দ্র করে এখন থেকেই শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় সমীকরণ মাপা। একুশের বিধানসভা নির্বাচনে রীতিমতো ডেলি প্যাসেঞ্জার হয়ে পড়েছিল কেন্দ্রের তাবড় তাবড় নেতারা। নিয়ম করে রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।
To fight for youth
To fight for EmploymentLet's make Mamata Banerjee the PM of India who has decreased the Unemployment by 40% in Bengal#BengaliPrimeMinister @MamataOfficial @FAM4TMC @DrNirmalMajhi1 @MpSajdaahmed @tiwarymanoj @idevadhikari pic.twitter.com/jDu9ifCFU0
— Saikat Pakhira (@saikatpakhira04) June 1, 2021
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছিল গেরুয়া শিবির। কিন্তু ‘বাংলা নিজের মেয়েকে চাই’ তা একুশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ কেন্দ্রের নেতা-মন্ত্রীদের কে বুঝিয়ে দিয়েছে। ভোটের সময় যেমন কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে টক্কর দিয়ে জয়লাভ করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তেমনি তৃতীয়বার বাংলার মসনদে বসার পর কেন্দ্রের সাথে টক্কর দিয়ে চলেছেন মমতা।
https://twitter.com/saxena090/status/1399601927751536642
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দিল্লি দখলের লড়াইয়ে ময়দানে নামবেন তা আগে থেকেই জানিয়ে ছিলেন। তবে একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দিল্লি দখলের কথা নিয়ে প্রশ্ন করা হয় ? উত্তরে তিনি বলেন, ‘অত দূরের কথা তিনি এখন ভাবছেন না। কোভিড পরিস্থিতি নিয়ে ব্যস্ত তিনি।’