স্পোর্টস ডেস্কঃ- ৩৩ বছর পর ব্রিসবেনে কোনও টেস্ট ম্যাচ হারল অস্ট্রেলিয়া। সিরিজ এর চতুর্থ ম্যাচে নিজেদের দুর্গে ভারতের কাছে ৩ উইকেটে পরাস্ত হল অজি বাহিনী। চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল তাদের প্রথম একাদশে একগুচ্ছ তরুণদের নিয়ে গাব্বায় যা করে দেখাল, তা দেখে ম্যাচ এর শেষে তাদের প্রশংসায় ভরিয়ে দিলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।
ম্যাচ এর শেষে সেভেন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জাস্টিন ল্যাঙ্গার বলেন ” এটি একটি অসাধারণ টেস্ট সিরিজ হিসেবে পরিণত হয়েছে। প্রত্যেক খেলায় কেউ হারে বা জেতে কিন্তু দিনের শেষে এক কথায় বলা যেতে পারে জিতেছে টেস্ট ক্রিকেট। আমি জানি এই টেস্ট সিরিজে হার আমাদের খুবই দুঃখ দেবে। কিন্তু আমি ভারতীয় দলকে সম্পূর্ণ কৃতিত্ব দিতে চাই তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য। আমাদের বোলাররা এই টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করেছে আমি তাদেরও অনেক অভিনন্দন জানাতে চাই।”
🗣 “Pant’s innings reminded me a bit of Ben Stokes at Headingley actually.
🗣 “You can never take anything for granted. Never ever underestimate the Indians.”
– Justin Langer talks to @haydostweets about the series #AUSvIND pic.twitter.com/lnbnjqWjmg
— 7Cricket (@7Cricket) January 19, 2021
তিনি আরো বলেন “প্রথমত আমাদের মনে রাখতে হবে ক্রিকেটে কোন কিছুই সোজা নয়। কোনদিনও কোন ভাবে কোন ভারতীয় কে ছোট করে দেখবেন না। ওরা দেড়শ কোটি মানুষের দেশে প্রথম এগারোতে সুযোগ পায়, যা থেকে বোঝা যায় যে ওরা কঠিন মানসিকতা নিয়ে ক্রিকেট খেলে। আমি আবারো বলতে চাই আমি ভারতীয় দলের এই পারফরমেন্সকে যত ভাল বলব তত কম বলা হবে। প্রথম ম্যাচে ৩৬ রানে অলআউট হওয়ার পর বিরাট কোহলি বিহীন ভারতীয় দল তাদের যুব ক্রিকেটারদের নিয়ে এমন পারফরম্যান্স করেছে যা সত্যিই অতুলনীয়। ওদের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ক্রিকেটে কোনও কিছু সোজা নয়।”