করোনা ভ্যাকসিন, corona vaccine, vaccination record
ভ্যাক্সিনেশনে নতুন রেকর্ড ভারতের, এক দিনে ভ্যাকসিন পেল ২ কোটি ৫০ লক্ষের বেশি মানুষ | ছবি - রয়টার্স

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ভারতে চলছে বিশ্বের লার্জেস্ট ভ্যাক্সিনেশন ড্রাইভ। আর সেই প্রক্রিয়ায় ফের যুক্ত হল নতুন পালক। গতকাল ভারতে একদিনে আড়াই কোটির বেশি মানুষকে ভ্যাক্সিনেশন করা সম্ভব হয়েছে। যা বিশ্বে যে কোন দেশের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যা।

গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে নতুন ভ্যাক্সিনেশনে নতুন রেকর্ড গড়ল ভারত। দেশে ইতিমধ্যেই করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু ভ্যাক্সিনেশন দ্রুত গতি বজায় থাকলে আটকানো যেতে পারে নতুন ঢেউকে এমনটাই মন্তব্য করেছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের দাবি, এই হারে ভ্যাক্সিনেশন আর একমাস যদি চলতে থাকে তাহলে দেশের সিংহভাগ মানুষকেই অন্তত করোনাভাইরাস এর একটি টিকা দেওয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, এখনো পর্যন্ত দেশে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে ৭৭ কোটি ৭৩ লক্ষ ৮৭ হাজার ৮৫০ জন মানুষকে। যাদের মধ্যে হাজার ১৯ কোটি ১২ লক্ষ ৮২ হাজার ৬৭০ জন মানুষকে করোনা ভাইরাসের দুটি টিকায় দেওয়া সম্ভব হয়েছে। বাকিরা পেয়েছেন একটি করে টিকা।

গতকাল ভ্যাক্সিনেশনে ভারত আড়াই কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দিতে সক্ষম হওয়ায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যকর্মীদের। তিনি বলেছেন “প্রতিটি ভারতীয় আজ রেকর্ড সংখ্যক ভ্যাক্সিনেশনের জন্য গর্বিত হবে। আমি আমাদের ডাক্তার, প্রশাসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা এবং সমস্ত ফ্রন্ট লাইন কর্মীদের অভিনন্দন জানাই যারা আমাদের এই ভ্যাকসিনেশন অভিযানকে সফল করতে কঠোর পরিশ্রম করে চলেছেন। আসুন করোনাকে হারাতে আমরা টিকা প্রদান করতে থাকি।”

উল্লেখ্য, এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ কোটি ৩৩ লক্ষ ৮১ হাজার ৭২৮ জন মানুষ এবং এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ২৪৮ জন মানুষের। করোনার দ্বিতীয় ধাক্কাকে ভারতের স্বাস্থ্য পরিকাঠামো সামলাতে না পারলেও করোনার তৃতীয় ধাক্কা আটকানোর জন্য ভারতের ভ্যাক্সিনেশন ড্রাইভে ইদানিং অত্যন্ত দ্রুতগতিতে ভ্যাকসিন প্রদান এর দেখা মিলেছে।