পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আরো দ্রুততর হচ্ছে ভারতের লার্জেস্ট ভ্যাক্সিনেশন ড্রাইভ। গত সোমবার এক দিনে ৮৮ লক্ষ ১৩ হাজার মানুষকে ভ্যাকসিন দিয়ে নতুন রেকর্ড গড়ল ভারত। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত ৯ টা পর্যন্ত দেশে এখনো পর্যন্ত ৫৬ কোটি এর বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।
ভ্যাক্সিনেশন ড্রাইভ শুরু হওয়ার মুহূর্ত থেকেই কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে, তারা ডিসেম্বর মাসের মধ্যে দেশের সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবে। ডিসেম্বর মাসের মধ্যে আদৌ সেটা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই তবে ভ্যাক্সিনেশন ড্রাইভের গতি আগের তুলনায় অনেকটাই বেড়েছে বলে লক্ষ্য করা যাচ্ছে।
গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত ৯ টা পর্যন্ত দেশে এখনো পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে ৫৬ কোটি মানুষকে। যার মধ্যে ৪৩ কোটি ৫৮ লক্ষ মানুষকে ভ্যাকসিনেশনের প্রথম ডোজ দেওয়া সম্ভব হয়েছে এবং ১২ কোটি ৩০ লক্ষ মানুষকে ভ্যাকসিনের দুটি ডোজই দেওয়া হয়েছে।
ভারতের লার্জেস্ট ভ্যাক্সিনেশন ড্রাইভে গত সোমবার যোগ হয়েছে এক নতুন পালক। গত সোমবার বিশ্বে একদিনে সর্বোচ্চ ভ্যাকসিন দেওয়ার রেকর্ড নতুন করে সৃষ্টি করেছে ভারত। সোমবার একদিনে ৮৮ লক্ষ ১৩ হাজার মানুষকে ভ্যাকসিন দিয়ে নতুন রেকর্ড গড়েছে ভারত। এর সাথে সাথেই গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত ৯ টা পর্যন্ত ৫৪ লক্ষ মানুষকে দেওয়া হয়েছে ভ্যাকসিন।
কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে তারা ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির ভ্যাকসিন প্রস্তুত করার ক্ষমতা আরও বাড়ানোর জন্য তাদেরকে সহযোগিতা করছে। এছাড়া আলাদা ভাবে নজর দেওয়া হচ্ছে সমস্ত রাজ্যে যাতে আরো দ্রুতগতিতে ভ্যাকসিন পৌঁছে দেওয়া সম্ভব হয়।