হর্ষ বর্ধন, কো-উইন অ্যাপ
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা আবহে একটি গুরুত্বপূর্ণ এবং খুব ভালো খবর হল, এবার থেকে কো-উইন অ্যাপ পাওয়া যাবে ১৪ টি আঞ্চলিক ভাষায়। এমনকি পাওয়া যাবে বাংলাতেও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এর সাথে সমস্ত রাজ্য স্তরে মন্ত্রীদের সাথে আলোচনার পর সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছ থেকে এমন বিবৃতি পাওয়া গেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন জানান যে, spatial analysis আর নমুনা সংগ্রহের সংখ্যা বাড়ানোর জন্য আরও ১৭ টি ল্যাবে যুক্ত করা হবে INSACOG নেটওয়ার্ক। এই বিষয় এখনও পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০ টি ল্যাব যুক্ত করা হয়েছে। এছাড়াও তিনি জানান যে, করোনা মোকাবিলায় চালু হয়েছে দেশীয় অ্যানটি কোভিড ড্রাগ, ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ বা ২-ডিজি এর মত ওষুধ।

এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জানান যে, ইতি মধ্যে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল গুলিকে ৪.২২ কোটির বেশী  N95 মাস্ক, ১.৭৬ কোটি পিপিই কিট, ৫২.৬৪ লাখ রেমেডিসেভির ইনজেকশন এবং ৪৫,০৬৬ টি ভেন্টিলেটর দেওয়া হয়েছে।

এছাড়াও তিনি জানান যে করোনার প্রধান ওষুধ অর্থাৎ রেমিডিসেভির উৎপাদন আগের থেকে তিন গুণ বেড়েছে। অর্থাৎ আগে যদি ৩৯ লক্ষ ভায়াল উৎপাদন হত, সেখানে এখন প্রতি মাসে উৎপাদন হয় ১,১৮ কোটি ভায়াল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন আরও বলেন যে, কো-উইন অ্যাপ ১৭ টি আঞ্চলিক ভাষায় চালু করা হচ্ছে। এর মধ্যে থাকছে বাংলা ভাষাও। এর ফলে সাধারণ মানুষের করোনা ভ্যাক্সিনের জন্য নাম নথি ভুক্ত করতে যথেষ্ট সুবিধে হবে বলে মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী।