maharashtra, corona, corona virus
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনা ভাইরাস এর জেরে জর্জরিত গোটা দেশ। মারন রোগ করোনা ভাইরাস এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে নতুন নতুন পদক্ষেপ নিয়ে চলেছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার। মহামারী করোনা ভাইরাস এর প্রথম ঢেউয়ে গ্রামের তুলনায় শহরে সংক্রমণ বেশি হতে দেখা গিয়েছিল।

এবার করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে শহরেও যেমন সংক্রমণ ছড়াচ্ছে তেমনি গ্রাম অঞ্চলেও ব্যাপক পরিমাণে ছড়াচ্ছে সংক্রমণ। তবে অতিমারি করোনা ভাইরাস এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে নতুন কৌশল রাজ্য সরকারের। করোনা মুক্ত গ্রাম তৈরি করতে পারলেই দেওয়া হবে পুরুষ্কার। মহামারী করোনা ভাইরাসকে ঘিরে এই নয়া প্রতিযোগিতার ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।

করোনার দ্বিতীয় ঢেউ এর জেরে প্রথম থেকে আশঙ্কাজনক অবস্থায় ছিল মহারাষ্ট্র। অবশেষে কিছুটা হলেও সেখানে সংক্রমণ কমেছে। তবে এবার করোনা পরিস্থিতি নিয়ে নতুন প্রতিযোগিতা শুরু করেছে মহারাষ্ট্র সরকার। এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হলে রাজ্য সরকারের পক্ষ থেকে মিলবে ৫০ লক্ষ টাকা। তবে এই প্রতিযোগিতার কিছু শর্ত রয়েছে যা মেনে চলতে হবে গ্রাম অঞ্চল গুলিকে।

মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনামুক্ত গ্রাম অঞ্চল গড়ে তুলতে হবে। সংক্রমিত হওয়ার থেকে বিরত থাকতে হবে। সরকারের কথা অনুযায়ী, সর্বদা কোভিড বিধি মেনে চলতে হবে। গ্রাম অঞ্চলের মধ্যে নতুন করে যেন কেউ সংক্রমিত না হয় সেদিকেও নজর রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে করোনা টিকা নিতে হবে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি শর্ত রয়েছে রাজ্য সরকারের। তবে এই প্রতিযোগিতার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে গ্রাম অঞ্চল গুলির ক্ষেত্রে।

জানা গিয়েছে, গোটা রাজ্যকে ৬ টি ডিভিশনে ভাগ করা হবে। এই ৬ টি ডিভিশন এর মধ্যে ৩ টি ডিভিশনকে বিজেতা হিসেবে পুরস্কার দেওয়া হবে। এছাড়াও বলা হয়েছে প্রতিটি ডিভিশনের তিনজন বিজেতা কে পুরস্কৃত করা হবে। ৫০ লক্ষ টাকা পুরস্কার করা হবে প্রথম স্থান অধিকার কারী গ্রামকে। এর পরের স্থানে থাকা গ্রামটি অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা গ্রামটি পুরস্কার হিসেবে পাবে ২৫ লক্ষ টাকা। তৃতীয় স্থানে থাকা গ্রামটি পাবে ১৮ লক্ষ টাকা।

এই কোভিড প্রতিযোগিতায় ৫ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ করেছে মহারাষ্ট্র সরকার। পুরস্কার হিসেবে যে টাকা দেওয়া হবে, সেই টাকায় গ্রামের উন্নয়ন হবে বলে জানা গিয়েছে। তবে রাজ্য সরকারের এমন প্রতিযোগিতার আয়োজন করার কারণ কি?

এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে রবিবার একটি ভার্চুয়াল বৈঠকে জানান, “মহারাষ্ট্রের সবচেয়ে কমবয়সী পঞ্চায়েত প্রধান ঋতু রাজ এবং তার অনুগামীরা দারুন কাজ করে চলেছেন। যার ফলে সোনাপুরের ঘটনে গ্রাম সম্পূর্ণ করোনা মুক্ত এলাকায় পরিণত হয়েছে।” এই ঘটনাকে সামনে রেখেই তিনি কোভিড প্রতিযোগিতার আয়োজন করেছেন। কোভিড প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করলে করোনামুক্ত এলাকা গড়ে তোলা যাবে বলে মনে করেছেন মহারাষ্ট্র সরকার উদ্ভব ঠাকরে।