পশ্চিমবঙ্গ ডেস্কঃ অভিনেত্রী নুসরাত জাহান বর্তমানে তিনি এখন তৃণমূল সাংসদ। ২০১৯ সালে তিনি নিখিল জৈন-র সঙ্গে বিবাহ করেন। বিবাহ এরপর নুসরাত ইসলাম ধর্ম ত্যাগ করে জৈন ধর্ম গ্রহন করেন। রক্ত রাঙ্গা সিঁদুর মাথায় দিয়ে হাতে শাঁখা পড়ে বিবাহ সম্পন্ন করেন নুসরাত জাহান। প্রকাশ্যে কত সমালোচনায় না হয়েছিল নিখিল ও নুসরাতকে নিয়ে। তবুও তাদের ভালোবাসার অটুট বন্ধন দুজন দুজনকে আঁকড়ে ধরে ছিল।
নিখিল জৈন এর সঙ্গে বিবাহের পর তিনি শাঁখা সিঁদুর পরিহিত অবস্থায় তৃণমূলের সংসদের শপথ গ্রহণ করেন। আরো কত না কান্ড করেছেন তিনি। ইসকনের রথযাত্রাতেও দেখা গিয়েছে তাকে। তাদের দুজনার ভালোবাসার অটুট বন্ধনে এবার চিড় ধরেছে। সেটা ধীরে ধীরে বড়সড় আকার ধারন করছে বলে শোনা যাচ্ছিল। এখন রূপকথার গল্প অন্যদিকে বাঁক মুড়েছে। নিখিল ও নুসরাতের মধ্যে যে তৃতীয় ব্যক্তির প্রবেশ হয়েছে তা নিয়ে আর কোন সন্দেহ নেই।
আজমীর শরীফে গিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান সেখানেও তার সাথে দেখা গিয়েছে অভিনেতা যশ দাশগুপ্ত কে। এটা নিয়েও কম কানাঘুষি হয়নি। তারপর রাজস্থানের বালিয়াড়িতে নুসরাতকে দেখা গেছে যশ দাশগুপ্তের সঙ্গে বেড়াতে। ফেসবুক ফ্যান পেজে ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। এবার টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় ঘর ভাঙ্গার গল্প। এ যেন এক নতুন অধ্যায়।
একটা প্রশ্ন থেকেই যায়? বিবাহের আগে থেকেই কি যশ-এর সঙ্গে সম্পর্ক ছিল অভিনেত্রীর? উত্তর আসে, যদি এমন ঘটনা ঘটেই থাকতো তাহলে সেটা আমি বিবাহের আগেই বলে দিতাম এমনটাই জানিয়েছিলেন নুসরাত। তবে এই মুহূর্তে নিখিল ও নুসরাতের সোশ্যাল মিডিয়ায় দুজন দুজনকে আনফলো করেছেন। এমনকি বিবাহিত জীবনে এখন আর তিনি নিখিলের সঙ্গে থাকছেন না। তবে তাদের সম্পর্ক নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় জল ঘোলা করেননি। এমনকি তৃণমূল সাংসদ নুসরাত ও কিছু জানাননি।
আরও পড়ুনঃ- অসুস্থ বাবা শয্যাশায়ী ! সংসারের হাল ধরতে নেমে পড়ল সপ্তম শ্রেণীর পড়ুয়া সুমন ঘোষ !
নিখিল সর্বদাই ইনস্টাগ্রামে অ্যাক্টিভ। তবুও তিনি জল গড়াগড়ি করেননি এখনো পর্যন্ত। স্ত্রীকে কখনো ছোট করতে চাননি তিনি। তবে নুসরাত জাহানের থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন তিনি। প্রেম দিবসে তাৎপর্যপূর্ণ পোস্ট করেছিলেন তিনি। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। নিখিলের মন থেকে নুসরত দূরে সরে গেলেও মনের কাছাকাছি রয়েছে শ্যালিকা নুজহত জাহান। অভিনেত্রী নুসরাত জাহান বদলে গেলেও তিনি যে বদলাননি আগের মতোই আছেন। সেটা সোশ্যাল মিডিয়ায় আভাস দিয়েছেন নিখিল। এবার তিনি বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠালেন নুসরাত জাহান কে।