national institute for smart government, central recruitment, jobs, NISG, government job, ন্য়াশনাল ইন্সটিটিউট ফর স্মার্ট গভার্মেন্ট, কেন্দ্রীয় নিয়োগ, চাকরি, এনআইএসএম, সরকারী চাকরি, job
NISG Recruitment : ন্য়াশনাল ইন্সটিটিউট ফর স্মার্ট গভার্মেন্ট সংস্থায় চলছে নিয়োগ, বিস্তারিত পড়ুন..

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সরকারি চাকরির জন্য অপেক্ষারত প্রার্থীদের জন্য সুখবর। NISG অর্থাৎ ন্য়াশনাল ইন্সটিটিউট ফর স্মার্ট গভার্মেন্ট সংস্থায় সিনিয়র অ্যানালিস্ট পদে শুরু হতে চলেছে একাধিক কর্মী নিয়োগ। নিয়োগ প্রক্রিয়াটি চলছে দিল্লিতে।

ন্যাশনাল ইন্সটিটিউট ফর স্মার্ট গভার্মেন্ট সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, সিনিয়র অ্যানালিস্ট পদে চুক্তির মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। চুক্তিটি থাকবে ৫ বছরের জন্য। পরবর্তীতে এই চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তারা। NISG-এ নিয়োগের বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল ইন্সটিটিউট ফর স্মার্ট গভার্মেন্ট সংস্থার পক্ষ থেকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার অধীনে রেগুলার অথেনটিকেশন ও ই-কেওয়াইসি প্রোডাকশনের ট্রানজাকশন রিপোর্ট তৈরি করার জন্য কর্মী প্রয়োজন। এই সকল কর্মীদের বাৎসরিক বেতন হবে ৪ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত।

উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীর বিএ, বিটেক, বিএসসি অথবা এমবিএ ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়াও প্রার্থীকে কম্পিউটারের নলেজ অর্থাৎ এমএস অফিসের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যথায় এই পদে চাকরির জন্য আবেদন করা সম্ভব হবে না।

ন্যাশনাল ইন্সটিটিউট ফর স্মার্ট গভার্মেন্ট সংস্থায় কাজ করতে হলে ওই চাকরি প্রার্থীকে অবশ্যই উপরিউক্ত কাজের ওপর ৪ থেকে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও টেলিকম বা তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যদি ওই আবেদন কারি চাকরিপ্রার্থীর এইসব কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে অগ্রগণ্যতা দেয়া হবে এই পদের জন্য।