mamata banerjee, tmc, election commission of india, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা, টিএমসি
ছবিঃ ফেসবুক

পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনা আবাহের মধ্য দিয়েই বঙ্গে চলছে নির্বাচনী ভোট। নির্বাচনী ভোটকে কেন্দ্র করে রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। করোনা আবহের মধ্যে আর কোন নির্বাচনী প্রচারে জনসভা করবেন না বলে জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার নির্বাচনী প্রচারে করা নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। তার জেরেই বিধানসভা নির্বাচনী প্রচারের সমস্ত সভা বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহের মধ্য দিয়ে জনসভা করবেন না তিনি। তবে ভার্চুয়াল সভা করবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোট আবহের মধ্য দিয়ে করোনা সংক্রমণ লাগাম ছেড়েছে। পঞ্চম দফার ভোটের আগেই করোনা সংক্রমণ বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকে নির্বাচন কমিশন। সেখানে নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি না করে নির্বাচনী প্রচার এর সময়সীমা কমিয়ে দেয়। তবে করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের উপর প্রতিক্রিয়া জানাল হাইকোর্ট।

রাজ্য জুড়ে অতিমারি করোনা লাগামছাড়ায় নড়েচড়ে বসল হাইকোর্ট। এবার নির্বাচন কমিশনকে কড়া নির্দেশিকা জারি করল হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া সে নির্দেশ গ্রহণ করল কমিশন। রাজ্যের নির্বাচনী প্রচারে আর কোন সভা নয়। শুধু কি সভা? সভার সঙ্গে সঙ্গে রোড শো ও মিছিল সবকিছুতেই দাড়ি টানলো নির্বাচন কমিশন।

রাজ্যের নির্বাচনী প্রচার কে ঘিরে সভা, রোড শো ও মিছিল বাতিল করার নির্দেশ দিল কমিশন। তবে শর্ত সাপেক্ষে নির্বাচনী প্রচার এর দুরত্ব বিধি মেনে জনসভা করতে পারবেন রাজনৈতিক দলগুলি। তবে জনসভায় ৫০০ জনের উর্ধ্বে মানুষের জমায়েত করা যাবে না।

তবে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কোন জনসভা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশিকা জারি হওয়ার পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের একাউন্টে টুইট করে জানান এই সংবাদ। তিনি ট্যুইট করে জানিয়েছেন, “করোনা সংক্রমণ বৃদ্ধি এবং কমিশনের নিষেধাজ্ঞা মান্য করে আমি সমস্ত পূর্বনির্ধারিত সভা বাতিল করছি। এখন ভার্চুয়ালি ভাবে সভা করে মানুষের কাছে পৌঁছে যাব। তবে খুব শীঘ্রই ভার্চুয়ালি সবার সময়সূচী জানিয়ে দেওয়া হবে।’