স্মার্ট ইলেকট্রিক মিটার, স্মার্ট প্রিপেইড মিটার, smart electric meter, Electricity
আর নয় কারচুপি, ১ লা জুলাই থেকে "স্মার্ট ইলেকট্রিক মিটার" বসতে চলেছে বাড়িতে বাড়িতে

পশ্চিমবঙ্গ ডেস্কঃ এবার থেকে আর প্রতি মাসে ইলেকট্রিক বিল পেমেন্ট এর ঝামেলা পোহাতে হবে না সাধারণ মানুষকে। জুলাই মাস থেকেই ধাপে ধাপে বসতে চলেছে 4G প্রযুক্তির স্মার্ট ইলেকট্রিক মিটার। আমরা যে ভাবে মোবাইল সিম কার্ডে একটা পোস্টপেড প্লান ব্যবহার করে থাকি, ঠিক সে ভাবেই এই 4G প্রিপেইড মিটার কাজ করবে।

একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার কত পরিমাণ ইউনিটের দরকার, ঠিক ততটাই পরিমাণ ইউনিটের একটি প্যাকেজ রিচার্জ করে নিতে হবে আপনাকে। এবার থেকে আপনার মিটারে কম ইউনিট উঠলে, আর বেশি বিল দিতে হবে না আপনাকে। স্মার্ট মিটারের সাহায্যে প্রতি মাসে যেমন বিল পেমেন্ট এর ঝামেলা থেকে মুক্তি মিলবে, তেমনি কারচুপি থেকে রেহাই পাবে সাধারণ জনতা।

কার্যত পুরনো মিটার গুলি সরিয়ে ফেলতে এই নয়া উদ্যোগ সরকারের। জুলাই মাস থেকে উত্তরপ্রদেশে এই মিটার চালু হলেও, ধীরে ধীরে ভারতের বিভিন্ন প্রান্তে আসতে চলেছে এই স্মার্ট ইলেকট্রিক মিটার। এই স্মার্ট মিটার গুলি সাধারণ ইলেকট্রিক মিটার থেকে সম্পূর্ণ আলাদা। পরিসংখ্যান অনুসারে, উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত ১২ লক্ষ পুরনো ইলেকট্রিক মিটার রয়েছে এবং সেগুলোকেই বিশেষত স্মার্ট মিটারে বদলে দেয়া হবে।

জুলাই মাস থেকেই উত্তরপ্রদেশে পুরোদমে কাজ চালু হয়ে যাবে। দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশে স্মার্ট ইলেকট্রিক মিটার বসানোর কাজ বন্ধ আছে। সে রাজ্যের মানুষ তীব্র বিরোধিতা করছেন পুরানো ইলেকট্রিক মিটারের বিরুদ্ধে, তাদের দাবি স্মার্ট প্রিপেইড মিটার বসানো হোক, যা মূলত 4G প্রযুক্তির উপর ভিত্তি করে চালিত হবে।