দিলিপ ঘোষ, বিজেপি, dilip ghosh, bjp,
ছবিঃ ফেসবুক

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে চলছে বিধানসভা নির্বাচনী ভোটগ্রহণ ইতিমধ্যে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। আগামী ২২ শে এপ্রিল ষষ্ঠ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে ৪৩ টি আসনে।

বিধানসভা নির্বাচনী ভোটকে কেন্দ্র করে প্রচার এর ঝড় তুলেছে শাসক দলের সাথে বিরোধী দলও। গত রবিবার পূর্ব বর্ধমানের ভাতারে নবাবনগর-এর বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোবারের হয়ে জনসভা করেন দিলীপ ঘোষ। ভাতারের সভামঞ্চ থেকে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রাজ্যে ২’রা মে-এর পর রাজ্যে নতুন সরকার গড়বে বিজেপি, এমনটাই শুর টানলেন মমতা । তিনি গতকালের সভামঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর কটাক্ষ করে বলেন, “আর সাদা শাড়ি নয়, এবার সাদা দাড়ির দিন আসছে।”

ষষ্ঠ দফার নির্বাচনী প্রচারে গিয়ে একাধিকবার আক্রমণও শানালেন শাসকদলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের ‘খেলা হবে’ এই শ্লোগানে তৃণমূলকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, “দিদি বলেছিলেন খেলা হবে। আমরা ভেবেছিলাম কিনা কি খেলা হবে যেন। কিন্তু এখন দেখছি হুইল চেয়ার ঠেলা হচ্ছে।” এই প্রসঙ্গে তিনি আরো বলেন, “দিদি বলেছিলেন একসঙ্গে ভোট করে নাও। শেষে দেখা গেল দিদি পালিয়ে গিয়েছেন। ম্যাচ শেষ হতে এখনো অনেক সময় বাকি। আমরা বলছি ফুলটাইম খেলা হবে। যতক্ষণ না খেলা শেষ হচ্ছে মাঠ ছাড়বো না।”

গতকাল দীলিপবাবু সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে আক্রমণ করে বলেন, “দিদিমনির হাওয়াই চপ্পল আর সাদা শাড়ি আমাদের অনেক বোকা বানিয়েছে। আর সাদা শাড়ি নয়, এবার সাদা দাড়ি চলবে। সাদা শাড়ির দিন শেষ, এবার সাদা দাড়ির দিন এসেছে। সাদা দাড়ি এবার সোনার বাংলা গড়বে।”

ভাতারের সভামঞ্চে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসন ও আইন-শৃঙ্খলা নিয়েও কথা বললেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আর সিভিক পুলিশ দিয়ে থানা চলবে না। এতদিন ভোট এলে বাংলার মানুষ চিন্তায় থাকেন। আমি কথা দিচ্ছি গেরুয়া শিবির ক্ষমতায় এলে আর ভোটের সময় কেন্দ্র বাহিনী দরকার হবে না। রাজ্যের পুলিশি ভোট নিয়ন্ত্রণ করবে এবং নিরপেক্ষ ভাবেই ভোট করাবে। পুলিশের মেরুদন্ড আমরা সোজা করে দেবো।”