mukul roy, bjp mla, মুকুল রায়,
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের নেতাদেরকে নিয়ে আজ একটি বৈঠক করেন। সেই বৈঠকে গরহাজির ছিলেন মুকুল রায়। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে জল্পনা তুঙ্গে। তাহলে মুকুল রায় কি তৃণমূলেই ফিরতে চলেছেন ?

এই জল্পনার মধ্য দিয়েই আবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। অনুপস্থিতির কারণ হিসেবে তিনি জানিয়েছেন, “আজ বিজেপির রাজ্য সভাপতির বৈঠকে তিনি আমন্ত্রণই পাননি। যার জেরে তিনি বৈঠকে গরহাজির ছিলেন।”

মুকুলের মতো একজন প্রথম সারির নেতা দিলীপ ঘোষের বৈঠকে কেন অনুপস্থিত ছিলেন? এ বিষয়ে তিনি জানান, “আমাকে কেউ এই বৈঠকের বিষয়ে আমন্ত্রণ জানান নি এবং আমি এখন এসবের মধ্যে নেই। বর্তমানে নিজের যন্ত্রণায় জ্বলছি।”

জানিয়ে রাখি, বেশ কয়েকদিন আগে মুকুল রায় করোনা আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি এখন সুস্থ। তবে তার স্ত্রী কৃষ্ণা রায়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। গত ১৪ ই মে করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। করোনা মুক্ত হলেও বিভিন্ন রোগ বাসা বেঁধেছে তার শরীরে। বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। যদিও অনেকেই জানিয়েছেন, কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন মুকুল রায় সেই কারণেই হয়তো ভিড় এড়িয়ে গিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।

অন্যদিকে মুকুল রায়ের সঙ্গে সঙ্গে ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। তার অনুপস্থিতির কারণ হিসেবে জানা গিয়েছে, কোন এক আত্মীয়র অসুস্থতার কারণে তিনি দিলিপের বৈঠকে গরহাজির ছিলেন। এছাড়া ওই বৈঠকে বিরোধী দল নেতা তথা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না। কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাকে ডেকে পাঠানো হয়েছিল। যার জেরে মঙ্গলবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছেন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার।