
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- উরফি জাভেদ, এমন একটি নাম যে প্রতিনিয়তই কোন না কোনভাবে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে স্পটলাইটে থাকে। বিগবস ওটিটি থেকে প্রথম পর্বেই হেরে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন উরফি। আর আজ সেই উরফি নিজেকে ফ্যাশন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। তার অদ্ভুত পোশাক, স্টাইল ও মেকআপ তাকে সর্বদাই অন্যান্য সেলিব্রেটিদের থেকে আলাদা করে রেখেছে। শুধুমাত্র স্টাইল নয়, তার কথাবার্তা, চালচলন ও বোল্ড অবতার অন্যান্য সবার থেকেই বেশ আলাদা।
কখনও ফুল, কখনও বা পাথর, আবার কখনও কিছুই না পরে কাঁচের গ্লাসের আড়ালে নিজের স্তনযুগলকে লুকিয়ে জনসমক্ষে হাজির হয়েছেন । তার আচমকা উদ্ভট স্টাইলকে কটাক্ষ করতে ছাড়েন না নেটিজেনরা। কড়া কড়া বাক্যবানে জর্জরিত করলেও উরফির কোনো যায় আসেনা তাতে। তিনি সর্বদাই নিজেকে অন্যভাবে তুলে ধরতে ব্যস্ত।
হঠাৎই একদল নেটিজেনরা উরফিকে ধর্মবিরোধী বলেন। এমনকি তারা উরফিকে ধর্মচ্যূত করতে চেয়েছেন। কিন্তু উরফি ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মেয়ে নন। তাকে নিয়ে ট্রোলের মাঝে তার একটি ছোট্ট বক্তব্য মন কেড়ে নেয় হাজারো দর্শকদের। ভিডিওটিতে উরফি স্পষ্ট জবাব দিয়েছেন তার প্রতিপক্ষদের বিরুদ্ধে।
তিনি বলেছেন, “আমি কি ইসলাম ধর্মের ঠেকা নিয়ে বসেছি? আমি তো নিজে কোনোদিন এমন কথা বলিনি। আমি তো বলিনি যে আমি মুসলিম করণিক হতে চাই। আমি তো ধর্মে বিশ্বাসই করিনা। তাও আমাকে অনেকে বলে মুসলিম হয়ে এমন পোশাক পরাতে আমার নাকি লজ্জা হওয়া দরকার। সন্ত্রাসবাদীদের কি কোনো ধর্ম বা জাত হয় ? তাদের নিয়ে তো সোচ্চার ওঠেনা যে তারা মুসলিম হয়ে মানুষ খুন করছে। তবে আমাকে কেন আক্রমণ করা হচ্ছে?”
#urfijaved
I have never been her admirer but I wholeheartedly support what she is saying here. Its very gutsy of her. WELL DONE pic.twitter.com/ln5yz46No6— Aditya Nayak (@adityavnayak) November 28, 2022
উরফির এই বক্তব্যে অনুপ্রাণিত হয় বহু মানুষ। উরফির পোশাক অদ্ভূত হলেও তার এই চিন্তাধারকৃ সমর্থন করেছেন অনেকে।