
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ন্যাশনাল ক্যাডেট কোর্সে রাজ্যের অনুদান বন্ধ। বর্তমানে নিয়োগ দুর্নীতি ইসুকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলার রাজনীতি। আর এরই মধ্য দিয়ে এনসিসি ইস্যু প্রকাশ্যে এলো, যা রাজ্য সরকারের পক্ষে মাথা ব্যথার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার সেই এনসিসি ইস্যুকে কেন্দ্র করে সবর হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
আজ বৃহস্পতিবার প্রতিদিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকের মুখোমুখি হন তিনি এবং রাজ্যের তরফ থেকে এনসিসির অনুদান বন্ধ করে দেওয়ার বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে, রাজ্য সরকারকে নিশানায় নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি।
এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলেন, “সেনা, আধা সেনাতে যে নিয়োগ হয় সব এনসিসি (NCC) থেকে যায়। নাহলে সবাই এনসিসি (NCC) করে না। তার জন্য আলাদা সিস্টেম আছে। বহু বছর ধরে মনে হয়েছে সরকারের স্বাধীনতার পর থেকে আমাদের যুবকদের যুবতীদের দেশ প্রেম ও নিয়মানুবর্তিতার প্রশিক্ষণ হওয়া উচিত। তাই কোটি কোটি টাকা খরচা করে স্কুল জীবন থেকে ডিসিপ্লিন আনার চেষ্টা হয়। আর এটা বড় অভিযান হিসাবে চলছে। সেনা লোকেরা এসে প্রশিক্ষণ দেন, সেই জন্য সারাদেশে এটা চলছে। বহু ছেলে মেয়ে উপকৃত হয়।”
এখানেই শেষ নয়, এরপর তিনি রাজ্য সরকারকে নিশানায় নিয়ে বলেন, “পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে তাদের পার্টির নেতাদের মতো সবাই চরিত্রহীন আর চোর হোক, তাহলে এখানে এনসিসি বন্ধ করে দেওয়া উচিত। তাই বোধহয় করছে। এনসিসি করলে কেউ মা–মাটি–মানুষের ঝান্ডা ধরবে না। সেই জন্য হয়তো বন্ধ করে দিচ্ছে।”
এ বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, “রাজ্য সরকার টাকা বন্ধ করেনি। কেন্দ্র কোন কোন ক্ষেত্রে টাকা দিচ্ছে না সেটা নজর দেওয়া জরুরি। এই অভিযোগের সারবত্তা নেই। পরবর্তীতেও ফান্ড দেওয়া হবে। তবে যাদের টাকা দেওয়া হয় তাদের হিসাব দিতে হয়। হিসেব দিলে সেই মতো টাকা দিয়ে দেওয়া হবে। অক্টোবর মাসেই ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে।”
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এনসিসিতে অনুদান দেওয়া হয়েছে। তবে রাজ্যের তরফ থেকেও কিছু শতাংশ অনুদান দেওয়া হয়। তবে রাজ্যের সেই অনুদান বন্ধ। যেখানে এনসিসির ফান্ডে বছরে ৫ কোটি টাকা অনুদান দেওয়ার কথা সেখানে গত মার্চ থেকে এপ্রিল মাসে মাত্র ৮০ লক্ষ টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এত কম অনুদানের ফলে এনসিসি ক্যাডাররা চরম সমস্যায় পড়েছেন। ক্যাম্পিংও করতে পারছে না এনসিসি। গোটা বিষয়টি নিয়ে মুখ্য সচিব, অর্থ সচিবকে চিঠি দিয়েও কোন সূরাহা মেলেনি। যার ফলে ডিজির কাছে চিঠি লিখেছেন এনসিসির কমান্ডিং অফিসার।
তবে এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “রাজ্য সরকারের ভাঁড় একদম খালি। বিভিন্ন প্রকল্পেও টাকা দিতে পারছে না। এনসিসি তরুণদের মধ্যে দেশাত্মবোধ জাগায়, এমন একটা কোর্সও বন্ধ হয়ে যাচ্ছে। আমার মনে হয়, এর মধ্যে দূরভিসন্ধিও রয়েছে। এনসিসি ক্যাম্প চলবে, সেটা রাজ্য সরকার চায় না। পিএফআই-এর ক্যাম্প চলুক, সেটাই রাজ্য চায়।”
যদিও এ বিষয়ে তৃণমূল সংসদ সৌগত রায় জানিয়েছেন, “কেন আটকে গিয়েছে, তা আমি জানি না। যেটা জানি না, সেটা নিয়ে বলা ঠিক হবে না। তবে নীতিগতভাবে তো রাজ্য সরকার চায় না, এনসিসি বন্ধ হয়ে যাক।”