নির্বাচন কমিশন, বিধানসভা ভোট, করোনা ভাইরাস, election commission of india, election commission,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ মাদ্রাজ হাইকোর্টের করা নির্দেশের পর এবার নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। করোনা আবহের মধ্য দিয়ে আর কোন মিছিল নয় রাজ্যে।

বঙ্গে ভোট আবহের মধ্য দিয়ে বেড়ে চলেছে অতিমারি করোনা। করোনা সংক্রমণ প্রতিনিয়ত তিন লাখের গণ্ডি পেরিয়েছে। ভোট আবহের মধ্য দিয়ে করোনা সংক্রমণ বাড়ায়, গতকাল সোমবার মাদ্রাজ হাইকোর্ট কড়া ভাষায় নির্দেশ দিল কমিশনকে।

পশ্চিমবঙ্গ ছাড়াও আরও চারটি রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনী ভোট। তবে অন্যান্য চারটি রাজ্যের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়ে গিয়েছে। কিন্তু বঙ্গে ৮ দফায় বিধানসভা নির্বাচন ভোট অনুষ্ঠিত হচ্ছে। তারই মধ্যে সম্পন্ন হয়েছে সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব, এখনো বাকি রয়েছে এক দফার ভোট গ্রহণ পর্ব। পশ্চিমবঙ্গ সহ ওই চারটি রাজ্যের ভোট গণনা হবে আগামী ২’রা মে।

মাদ্রাজ হাইকোর্টের কড়া নির্দেশ অনুযায়ী করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বড় ঘোষণা নির্বাচন কমিশনের। সাফ সাফ নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, কোনরকম বিজয় মিছিল করা যাবে না রাজ্যে। সেটা ফলাফল প্রকাশের আগেই হোক বা পরে। রাজ্যে আর কোন প্রকার মিছিল হবে না বলে কড়া ভাষায় নির্দেশ দিল নির্বাচন কমিশন।

করোনার দ্বিতীয় ঢেউ-এর রাশ টানতে নাজেহাল হয়ে পরেছে গোটা দেশ। দেশের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি খুবই ভয়াবহ। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বিজয় মিছিল করলে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। করোনা সংক্রমনের দিকে নজর রেখে নিষেধাজ্ঞা জারি করল কমিশন।

করোনা আবহের মধ্য দিয়ে ৮ দফায় ভোট করানোর জন্য মাদ্রাজ হাইকোর্ট ভর্ৎসনা করে নির্বাচন কমিশনকে। এমনকি নির্বাচন কমিশনের অফিসারদের খুনের মামলা রুচি হওয়া উচিত বলে জানান। এছাড়াও মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩০ শে এপ্রিলের মধ্যে ভোট গণনার কোভিড প্রটোকল বা ব্লু প্রিন্ট জমা দিতে হবে নির্বাচন কমিশনকে।

২’রা মে কিভাবে কোভিড প্রটোকল মেনে ভোট গণনা হবে তা সুনিশ্চিত করতে হবে কমিশনকে। তা না হলে ২’রা মে ভোট গণনা স্থগিত করার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের ভৎসনার পর মাথা নাড়া দিয়ে বসলো নির্বাচন কমিশন। কোন প্রকার বিজয় মিছিল করা যাবে না রাজ্যে।