nokia,nokia phone, nokia 5.4,
ছবিঃ সংগ্রহ

ওয়েব ডেস্কঃ- মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি ফোন Nokia সংস্থা। এই সংস্থা তার আরও একটি নতুন ফোন নিয়ে আসছে বাজারে। ইতিমধ্যেই ফোনটি ইউরোপের মার্কেটে লঞ্চ করা হয়েছে। খুব শীঘ্রই ভারতে ফোনটি লঞ্চ করবে বলে জানিয়েছে নোকিয়া সংস্থা।

মিড রেঞ্জ সেগমেন্ট এর মধ্যে নতুন ফোন নিয়ে এলো Nokia 5.4। Nokia সংস্থা জানিয়েছে, Nokia 5.3 এর আপডেট ভার্সন Nokia 5.4। ফোনটির স্কোয়ারড ক্যামেরা এবং পাঞ্চ হোল যুক্ত সেলফি ক্যামেরা আর একটি পাওয়ারফুল ব্যাটারি মানুষকে আকর্ষণীয় করে তুলেছে। ৪ জিবি ও ৬৪জিবি এবং ৬জিবি ১২৮ জিবি এই দুটি ভেরিয়েন্ট এর সঙ্গে বাজারে আসছে নকিয়া 5.4।

nokia, nokia phone, nokia 5.4, smart phone,
ছবিঃ সংগ্রহ

Nokia 5.4 স্পিসিফিকেশন

Nokia 5.4 ফোনটিতে ৬.৩৯ ইঞ্চি ডিসপ্লে দাওয়া হয়েছে। সাথে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। ফোনের ডিসপ্লে ভিডিও নয় হাজার ১৯:৫:৯ । ফোনটিতে ৪/৬ জিবি র্যাম ও ৬৪/১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটিতে মাইক্রো এইচডি কার্ড লাগিয়ে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে । Nokia 5.4 ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর।

Nokia 5.4 ফোনটিতে ছবি তোলার জন্য ব্যাক সাইডে দেওয়া হয়েছে উন্নত মানের স্কোয়ারড ক্যামেরা। রিয়ার ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের এর একটি ডেপ্ত সেন্সর দেওয়া হয়েছে আরো একটি ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে তাছাড়াও ২ মেগা পিক্সেলের মাইক্রো লেন্স দেওয়া হয়েছে। ফোনটির সামনে সুইট সেলফি তোলার জন্য ব্যবহার করা হয়েছে পাঞ্চ হল যুক্ত ১৬ মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা।

nokia, nokia phone, nokia 5.4, smartphone
ছবিঃ সংগ্রহ

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪০০০এম্পিয়ার এর শক্তিশালী ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য দশ ওয়াট এর ফাস্ট চার্জিং রয়েছে । Type-c এর চার্জিং পোর্ট এবং ৩.৫ এমএম হেডফোন জ্যাক সংযুক্ত করার হল রয়েছে ফোনটিতে। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ইলেভেন রয়েছে। আশা করা যাচ্ছে ফোনটি পার্পেল ব্ল্যাক এবং ব্লু কালার অপশনে উপলব্ধ থাকবে।

ফোনটিতে ব্যবহার করেছে আরো একটি উন্নতমানের ফিচারস। গুগোল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করার জন্য ফোনটির পাশে দেওয়া হয়েছে একটি বাটন। ভারতে ফোনটির দাম কত হবে সে বিষয়ে জানায়নি Nokia সংস্থা। ফোনটির আনুমানিক দাম ১৬,৯০০ টাকা এর ভিতরে আসবে ভারতে। আশা করা যাচ্ছে ২০২১ সালের ২১ জানুয়ারি Nokia ফোনটি ভারতে লঞ্চ করবে।