পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আর মাত্র কয়েক দিনের অপেক্ষায় বাংলার উপনির্বাচন। আর তারই মধ্যে রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ এখনো অব্যাহত। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমণে কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা জেলা।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে ৭৫৩ জন মানুষ। নতুন করে সংক্রমিত রোগীদের মধ্যে বেশিরভাগই উত্তর ২৪ পরগনা এবং কলকাতার। পরিসংখ্যানের নিরিখে গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা-কেও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ।
গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনা জেলার নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২৯ জন মানুষ। এরই পাশাপাশি কলকাতায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১২৭ জন মানুষ।
WB COVID-19 Daily Health Bulletin: 10 September 2021. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১০ সেপ্টেম্বর ২০২১। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/aeq6B8jfJC
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) September 10, 2021
এছাড়া বাকি জেলাগুলির মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৫৪ জন, হুগলি জেলায় ৫৭ জন, হাওড়া জেলায় ৫২ জন, পশ্চিম বর্ধমান জেলায় ১৩ জন, পূর্ব বর্ধমান জেলায় ২৩ জন, পূর্ব মেদিনীপুর জেলায় ৩৯ জন, পশ্চিম মেদিনীপুর জেলায় ৩১ জন, ঝাড়গ্রাম জেলা ৬ জন, বাঁকুড়া জেলায় ২২ জন, পুরুলিয়া জেলায় ২ জন, বীরভূম জেলায় ৬ জন, নদীয়া জেলায় ৫৮ জন, মুর্শিদাবাদ জেলায় ৩ জন, মালদা জেলায় ২৫ জন, দক্ষিণ দিনাজপুর জেলায় ১৬ জন, উত্তর দিনাজপুর জেলায় ১ জন, জলপাইগুড়ি জেলায় ২০ জন, কালিম্পং জেলায় ৮ জন, দার্জিলিং জেলায় ৪১ জন, কোচবিহার জেলায় ১৩ জন, আলিপুরদুয়ার জেলায় ৭ জন মানুষ।
এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা ১৫ লক্ষ ৫৫ হাজার ৪০৫ জন। তারমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৫ লক্ষ ২৮ হাজার ৬৩৩ জন। মোট মারা গিয়েছেন ১৮ হাজার ৫৫৩ জন মানুষ। এখন বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ২১৯ জন মানুষ।