পশ্চিমবঙ্গ ডেস্কঃ দূর্গাপূজার রেশ কাটিয়ে দীপাবলীর আগেই উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রথমবার বিজয়া সম্মেলনী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে দলের বিজয়া সম্মেলনীতে অখন্ড বাংলার পক্ষে জোরালো আওয়াজ তুললেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, এদিন তিনি নিজের মনের কথাও জানান। এদিন তিনি বলেন, “ভঙ্গ নয়, বঙ্গ চাই সঙ্গ।”
গতকাল অর্থাৎ বুধবার, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে দলীয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে একাধিক মন্তব্য করেন। তবে তিনি অখন্ড বাংলার পক্ষে আওয়াজ তুলে বলেন, “ভালো করে কাজ করুন, ভাগাভাগি চাই না। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়েই বাংলা।” শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়ে বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে এভাবেই আওয়াজ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকালের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে হিন্দি ভাষাতেই বক্তব্য দিতে শোনা যায়। পরবর্তীতে তিনি অবশ্য বাংলা ভাষাতেই ফিরে আসেন। এদিন তিনি বলেন, “দক্ষিণবঙ্গের সঙ্গে যেমন ভালোবাসা আছে তেমনি উত্তরবঙ্গের সঙ্গেও ভালোবাসা আছে। এর থেকে বেশি আছে, তো কম নেই।”
এছাড়াও তিনি উত্তরবঙ্গের দৃশ্যমান স্থানগুলিকে কেন্দ্র করে একাধিক মন্তব্য করেন। এদিন তিনি বলেন, “পশ্চিমবঙ্গকে ট্যুরিজম ডেস্টিনেশন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আমরা চাই উত্তরবঙ্গ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। অনিককে বলেছি দার্জিলিং, কার্শিয়াংকে আরও বাড়ানো হোক।” পাশাপাশি তিনি আরও বলেন, “আপনারা যদি চান তবে উত্তরবঙ্গেই শিল্প সম্মেলন করা যেতে পারে।”
তবে এইসব মন্তব্যের মধ্য দিয়েও পড়ুয়াদের জন্য বিশেষ সুখবর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন তিনি দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য বলেন, “দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যাব রেডি আছে।”
তবে এই অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার ভালবাসার উত্তরবঙ্গ, আমি দণ্ডবতে করছি, নমস্কার জানাচ্ছি। কোন প্রতারণায় পা দেবেন না। কোনো ভাগাভাগিতে পা দেবেন না। আমরা সবাই এক আছি বলেই শান্তি বিরাজমান আছে। ভালো করে কাজ করুন। কোনো ভাগাভাগি নয়। বঙ্গ টঙ্গ নয়, আমরা চাই সঙ্গ। বঙ্গ ভঙ্গ নয়, আমরা চাই সঙ্গ।”