congress, Shivraj Patil,
"কোরানেই নয়, গীতাতেও শ্রীকৃষ্ণ অর্জুনকে জেহাদের কথা বলেছেন।"কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক | চিত্ত্র - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ একের পর এক বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়াচ্ছেন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা। জিহাদের কথা কেবলমাত্র কোরানেই নয়, শ্রীমদ্ভগবত গীতা ও খ্রিস্টান ধর্মেও জিহাদের কথা উল্লেখ রয়েছে। এমনই মন্তব্য করে বসলেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা শিবরাজ পাটিল। অন্যদিকে কংগ্রেস নেতার এমন বক্তব্যে তীব্র বিরোধিতা জানিয়েছে গেরুয়া শিবির। বিজেপির দাবি, ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এই ধরনের কথা বলছেন শিবরাজ পাটিল।

সম্প্রীতি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা মহসিনা কিদওয়াইয়ের আত্মজীবনী উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিবরাজ বাবু। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে লোকসভার প্রাক্তন স্পিকার তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা শিবরাজ পাটিল বলেন, ”কোরানেই কেবলমাত্র নয়, মহাভারতেও গীতার অংশে শ্রীকৃষ্ণ অর্জুনকে জেহাদের কথা বলেছেন। শুধু কোরান বা গীতাই নয়, খ্রিস্টান ধর্মেও এটা রয়েছে।”


এছাড়াও তিনি ঐ অনুষ্ঠানে আরও বলেন, ”সব কিছু বুঝিয়ে বললেও মানুষ যদি না বোঝে, অস্ত্র নিয়ে ছুটে আসে তাহলে আপনি পালিয়ে যেতে পারেন না। আপনি এটাকে জেহাদ বলতে পারেন না। ভুলও বলতে পারেন না। বিষয়টা বুঝতে হবে। হাতে অস্ত্র নিয়ে মানুষকে বোঝানোর এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।”

তবে কংগ্রেস নেতার এমন মন্তব্যকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এই বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা টুইট করে জানিয়েছেন, ‘আপের গোপাল ইটালিয়া ও রাজেন্দ্র পালের পরে এবার হিন্দু বিদ্বেষ ও ভোটব্যাংক রাজনীতির কারণে শিবরাজ পাটিল বলতে শুরু করেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে জেহাদ শিখিয়েছিলেন। কংগ্রেস হিন্দু গেরুয়া সন্ত্রাসের কথা বলে, রাম মন্দিরের বিরোধিতা করে, রামের অস্ত্বিত্ব নিয়ে প্রশ্ন তোলে। ওরা বলে হিন্দুত্ববাদ আইসিসের সমান।’