ওয়েব ডেস্কঃ- টলিপাড়ায় করোনার থাবায় আক্রান্ত এবার অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। রবিবার টুইটার এবং ইনস্টাগ্রামে একটি লম্বা পোষ্টের মাধ্যমে তার কোভিড-19 টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানান।
ওই পোস্টে তিনি ব্যক্ত করেন, “ফের একবার প্রমাণিত হলো, জীবনে কোন কিছুই নিশ্চিত নয়। আমি যে প্রযোজনা সংস্থা ও টিমের সঙ্গে কাজ করছিলাম, তারা সমস্ত রকম সুরক্ষা বিধি মেনেই কাজ করেছিলেন। আমি এবং আমার টিমও সবকিছু মেনে চলেছি, কিন্তু তারপরেও আমার কোভিড-19 টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে।”
— Abir Chatterjee (@itsmeabir) December 20, 2020
অভিনেতা আরো বলেন, “এসব সত্ত্বেও অদ্ভুতভাবে আমি ফিট আছি, সুস্থ আছি। শুধু কোন কিছুর গন্ধ পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। আমি নিজেকে আইসোলেশন-এ রেখেছি। পরিবারের সকলে শীঘ্রই টেস্ট করাবেন। শুধু প্রার্থনা করছি তারা যেন নিরাপদে থাকে। এই কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের সকলকে অনুরোধ করছি যেন তারাও কোভিড-19 টেস্ট করে নেন। এটা তাদের সুরক্ষার কারণেই করা উচিত। সকলের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ”।
আবির চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন তার ফ্যান এবং সহকর্মীগণ। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তার ‘সুইজারল্যান্ড’ ছবিটি। এর সাথে জি-বাংলা-র সারেগামাপা-তে দেখা যাচ্ছে আবীরকে।