corona vaccine, করোনা ভ্যাকসিন, ভ্যাকসিন
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ভারতে সবার প্রথমে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশের স্বাস্থ্যকর্মীদের। এখনো পর্যন্ত ভারতে প্রায় চার মিলিয়ন অর্থাৎ ৪০ লাখেরও বেশি মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, যেহেতু এখনও পর্যন্ত এই করোনা ভ্যাকসিনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি তাই ৫০ বছরের বেশি বয়সের মানুষদের এবার দেয়া হবে এই ভ্যাকসিন।

গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া। এখনো পর্যন্ত প্রায় ৪৬ শতাংশ স্বাস্থ্যকর্মীদের সম্ভব হয়েছে এই ভ্যাকসিনেশন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ১৮ দিনে প্রায় ৪৪ লক্ষ মানুষকে দেয়া হয়েছে এই ভ্যাকসিন।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন এবার ৫০ বছরের বেশি বয়সের মানুষরা পাবেন ভ্যাকসিন। তাছাড়া যে সমস্ত ব্যক্তিরা একাধিক জটিল রোগে আক্রান্ত এবং তারা ৫০ বছরের নিচে হলেও তাদের ভ্যাকসিন দেওয়া হবে। কয়েকটি গ্রুপ ভাগ করে ভ্যাকসিনেশনের কাজ চলবে বলে জানিয়েছেন তিনি। বিশ্বের মধ্যে ভারত প্রথম করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় ৪০ লক্ষ এর ঘর পার করল।

শুধু ভারতেই নয় বিশ্বব্যাপী করোনা মহামারীকে আটকাতে ভারতের গুরুত্বকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ইউনাইটেড নেশনস থেকে ডাব্লু এইচ ও’র মেম্বাররা। ভারত সবার প্রথমে নিজেদের প্রতিবেশী দেশ গুলিতে বিনামূল্যে পাঠিয়েছে করোনা ভ্যাকসিন।

প্রতিবেশী দেশগুলি সহ বিশ্বে মোট ১৭ টি দেশে ৫৬ লক্ষ করোনা ভ্যাকসিন পাঠিয়েছে ভারত। ভারতে ইতিমধ্যে দুটি ভ্যাকসিন কে ছাড়পত্র দেওয়া হয়েছে এগুলি হল কোভিশিল্ড এবং কোভ্যাকসিন। ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন নিয়ে নরেন্দ্র মোদির যে কূটনৈতিক সাফল্য পেয়েছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।