পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- নূপুর শর্মার মন্তব্যকে সমর্থন করে নিজের প্রাণ হারাতে হল এক ব্যাক্তিকে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে নূপুর শর্মার মন্তব্যকে সমর্থন করেছিলেন রাজস্থানের উদয়পুরের কানাইয়া লালের আট বছরের ছোট ছেলে। আর সেটাই কাল হয়ে দাঁড়ালো ওই শিশুটির বাবার জন্য। ছেলের নূপুর শর্মাকে সমর্থন এর ফলে ওই ব্যাক্তির মুন্ডচ্ছেদ করে দুই দুষ্কৃতী যুবক।
জানিয়ে রাখি, মৃত ব্যাক্তি পেশায় একজন দর্জি ছিলেন। গত মঙ্গলবার রাজাস্থানের ধানমন্ডি এলাকার ওই দর্জির দোকানে আড়াইটে নাগাদ জামার মাপ দেওয়ার জন্য ওই দোকানে প্রবেশ করে দুই যুবক। জানা গিয়েছে তাদের নাম ছিল মোহম্মদ রিয়াজ আক্তার ও মোহাম্মদ গোশ।
এই দুই যুবকদের মধ্যে একজন দর্জির দোকানের মধ্যে সুযোগ পেয়ে এক ধারালো অস্ত্র দিয়ে ওই দর্জির প্রথমে মাথায় এবং পরে গলায় আঘাত করে। অন্য যুবকটি পুরো ঘটনাটি ভিডিও রেকর্ড করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভিডিওটির মধ্যে একাধিক আপত্তিকর মন্তব্য করে। এরই পাশাপাশি নূপুর শর্মার মুন্ডচ্ছেদের হুমকিও দেয় তারা। এমনকি দেশের প্রধানমন্ত্রীকেও খুনের হুমকি দেয় এই দুই যুবক।
ইতিমধ্যেই AIMIM এর সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি এই ঘটনাকে ঘিরে জানিয়েছেন যে, ”আমি উদয়পুরের ঘটনার তীব্র নিন্দা করছি। আইন কাউকে খুন করার অনুমতি দেয় না। আমরা আইন হাতে তুলে নিতে পারি না। এটা অপরাধ। কিন্তু সেই সঙ্গে আমাদের দাবি, নূপুর শর্মাকে গ্রেপ্তার করতে হবে।”
পাশাপাশি বিজেপি নেতা নবীন জিন্দালকেও খুনের হুমকি দেওয়া হয়েছে ইমেইলের মাধ্যমে। দুষ্কৃতীরা নবীন জিন্দালকে ইমেইলের মাধ্যমে খুনের ভিডিও পাঠিয়ে বলে ‘এবার তোমার পালা।’ এদিন নবীন জিন্দাল টুইটারে পোস্ট করে জানিয়েছেন যে, বুধবার ভোরে তাকে তিনটি মেইল করা হয়। সেই মেইল গুলির মধ্যে নিশংস সেই হত্যাকাণ্ডের ভিডিওটিও পাঠানো হয় তাকে এবং এটাও বলা হয়, ঠিক এমন অবস্থায় হবে নবীন জিন্দাল ও তার পরিবারের সদস্যদের।