করোনা ভাক্সিন, corona vaccine
ছবি - সংগৃহীত

ওয়েব ডেস্কঃ গোটাদেশ জুড়ে কো-ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গিয়েছে। শনিবার প্রথম দফায় করোনা টিকাকরন করা হয় কভিড যোদ্ধাদের শরীরে। আজ সকালে স্বাস্থ্যকর্মীদের টিকাকরনের জন্য নিয়ম শৃঙ্খলা মেনেই শুরু করা হয় টিকাকরন। কিন্তু কো-ভ্যাকসিন দেওয়া পর অসুস্থ হয়ে পড়েন এক নার্স। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। টিকাকরনের আগে তার রিপোর্ট সব ভালো থাকলেও, টিকাকরনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

শনিবার রাজ্যে ২০৭ টি কেন্দ্রে কো-ভ্যাকসিন দেওয়া শুরু করা হয়। রাজ্য সরকার সমস্ত রকম ব্যবস্থা করে রেখে দিয়েছিল। টিকাকরনের সময় যদি কারো শরীরে কোনও অস্বস্তি বা কোনও রকম উৎসর্গ দেখা দেয়, তবে তাকে দ্রুত চিকিৎসার জন্য বিশেষ টিম রেডি করে রাখা হয়েছিল। ভাক্সিন নেওয়ার পর বেলা গড়িয়ে দুপুরের দিকে এক স্বাস্থ্য কর্মীর শরীরে উৎসর্গের দেখা মেলে। তবে সেখানে কো-ভ্যাকসিনের বিশেষ টিম তাকে দ্রুত চিকিৎসা করায় তিনি সুস্থ হয়ে ওঠেন।

রাজ্যে সারাদিন ভালো ভাবে টিকাকরন কর্মসূচি হবার পর বিকালের দিকে বাধার সৃষ্টি হয়। কলকাতায় শেষ বেলায় টিকাকরন চলা কালিন ঘটল ভয়ানক কান্ড। বিসি রায় শিশু হসপিটালের এক নার্স টিকা নেওয়া পরই জ্ঞান হারান। ওই নার্সকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে এনআরএস হাসপাতালে চিকিৎসা করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা করার হয়। অবস্থা আরও বেশি ভয়াবহ হয়ে ওঠে, তারপর তাকে ক্রিটীকাল কেয়ার ইউনিট (CCU) এ তাকে ভর্তি করা হয়।

সেখানে তাকে চিকিৎসার পর ডাক্তার বাবু জানান আপাতত তিনি সুস্থ আছেন। কিন্তু তার এই অবস্থাতে কোন প্রকার ঝুঁকি নিচ্ছেন না চিকিৎসকরা। কিন্তু কি কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এ বিষয়ে খতিয়ে দেখছে চিকিৎসকরা। অসুস্থ ওই নার্সের সমস্ত মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। বিসি রায় হাসপাতাল এর সুপা জানিয়েছে, ‘ওই নার্সের কোন শারীরিক অসুস্থতা ছিল না, টিকাকরণ হওয়ার আগে যে পরীক্ষা হয়। তার সবকটি রিপোর্টে ভালো। তা সত্বেও কেন তিনি অসুস্থ হয়ে পড়লেন’। সে বিষয়ে নজর রাখছেন চিকিৎসকরা।