পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- কিছুদিন আগেই সদ্য মা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। হাসপাতাল থেকে বাড়ি ফিরে ভীষণ ব্যস্ত তিনি। নিজে হাতেই ছেলে ঈশানের দেখভাল সামলাচ্ছেন অভিনেত্রী। সাথে রয়েছেন তার বন্ধু যশ দাশগুপ্ত।
বাড়ি ফিরেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন নুসরত। ছবির কমেন্ট বক্সে অনুরাগীরা প্রশ্ন করেছিলেন, ছেলে কোথায় ? অনেকের জিজ্ঞাসা ছিল ছেলের ছবি দেখানো নিয়ে। তাছাড়া ছেলের বাবার পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। এমনকি ঈশানের বার্থ সার্টিফিকেটেও শুধুমাত্র মায়ের নাম রয়েছে বলে জানা গিয়েছে।
নুসরাতের গর্ভাবস্থা থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যশ দাশগুপ্ত নীরব ছিলেন। কিন্তু সর্বদা অভিনেত্রীর পাশে ছিলেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যম এই ব্যাপারে নানান প্রশ্ন তুললেও কোন বক্তব্য রাখেননি অভিনেতা যশ। কিছুদিন আগে অভিনেত্রী নুসরাত জানান, “ঈশানের বাবা কে সেটা একমাত্র ঈশানের বাবাই জানে।”
এছাড়াও তার ছেলের ব্যাপারে তিনি জানান, ঈশানকে কবে দেখা যাবে সেটা তার বাবা বলতে পারেন। তার বাবা তাকে যথেষ্ট স্নেহের সাথে সামলাচ্ছেন। করোনার কারণে যথেষ্ট নিষেধাজ্ঞা মেনে বাচ্চার কাছে রয়েছেন সকলে।
যশ দাশগুপ্ত এখন তার নতুন ছবি ‘চিনেবাদাম’ -এর শুটিং করতে ব্যস্ত। সংবাদমাধ্যমের সামনে তিনি প্রথমবার নুসরাত এবং ঈশানকে নিয়ে মন্তব্য করেন। তার বক্তব্য, ঈশানকে নিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন তিনি। তার এই নামটি যশ এবং নুসরত মিলেই রেখেছেন। সেই নামেই ডাকা হচ্ছে তাকে। এছাড়াও ‘অংশ’ তার একটি ডাকনাম বলে জানান অভিনেতা যশ দাশগুপ্ত।