dilip ghosh, nusrat jahan, bjp, tmc,
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বেশ কয়েকদিন ধরেই নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের বিয়ের বিতর্ক চর্চিত হচ্ছে রাজ্যজুড়ে। তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিবাহ বিতর্ক নিয়ে এবার সরগরম হল রাজ্য রাজনীতিও।

অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান দাবি করেছেন, নিখিল জৈন এর সঙ্গে তার বিয়ে হয়নি। এই মন্তব্য নিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “নির্বাচনে ভোট পেতে, কপালে সিঁদুর পরে হিন্দুদের বোকা বানিয়েছে নুসরত জাহান।”

গতকাল বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বসিরহাটে দলের একটি সাংগঠনিক সভায় গিয়েছিলেন। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “বসিরহাটের লোকেরা তাঁকে সাংসদ করেছেন। আপনারাই ঠিক করুন, উনি বিয়ে করেছেন কিনা? করলে কাকেই বা করেছেন? কবে করেছেন? ছেলের মা হতে যাচ্ছেন- তা নিয়েও প্রশ্ন আছে? ভেবে দেখুন যাঁকে আড়াই লক্ষ ভোটে জিতিয়েছেন, তিনি কে বা তাঁর কী পরিচয়? বিয়ে না করে সিঁদুর লাগিয়ে হিন্দুদের বোকা বানিয়ে ভোট নিলেন। খুবই লজ্জার বিষয়। আমার মনে হয় নির্বাচনের জন্য বিয়ে করেছিলেন তিনি। নির্বাচন হয়ে গিয়েছে সত্য কথা বেরিয়ে এসেছে।”

dilip ghosh, nusrat jahan, bjp, tmc,
ছবিঃ সংগৃহীত

গত বুধবার রুপালি পর্দার অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান একটি বিবৃতিতে জানিয়েছিলেন, “নিখিল জৈনের সঙ্গে তার তুরস্কে বিবাহ হয়েছিল। কিন্তু তুরস্কের বিবাহ আইন অনুযায়ী এই বিয়েটা অবৈধ।এমনকি তাদের বিয়ের রেজিস্ট্রেশনও হয়নি। আর তাছাড়াও হিন্দু-মুসলিম বিয়ের ক্ষেত্রে বিশেষ নিয়ম মানা উচিত। কিন্তু আমাদের বিয়ের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। সেই ক্ষেত্রে নিখিলের সঙ্গে আমার বিয়ে হয়নি।”

আরও পড়ুনঃ “নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি, বিয়ে নয়”, বিস্ফোরক দাবি অভিনেত্রী নুসরতের

গোটা বিষয়টিকে ঘিরে নুসরত জাহান জানিয়েছেন নিখিল জৈন তার স্বামী নয়। এমনকি নিখিলের সঙ্গে তার বিবাহ হয়নি। অভিনেত্রীর এমন মন্তব্যকে ঘিরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এমন বিস্ফোরক মন্তব্য আসে।

তবে অন্যদিকে তৃণমূল সাংসদ নুসরত জাহান কে নিয়ে বিতর্কের আসরে নেমেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি এদিন টুইটারে একটি ভিডিও টুইট করেন। এছাড়াও ভিডিওর সাথে সাথে তিনি লিখেছেন, “তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি জৈনের ব‍্যক্তিগত জীবন, তিনি কার সঙ্গে বিয়ে করেছেন বা কার সঙ্গে লিভ ইন করছেন তা নিয়ে কারোর কিছু বলার নেই। কিন্তু উনি একজন নির্বাচিত প্রতিনিধি এবং সংসদে অন রেকর্ড তিনি বলেছেন নিখিল জৈনের সঙ্গে তিনি বিবাহিতা। তাহলে কি উনি সংসদে দাঁড়িয়ে মিথ‍্যে বললেন?”

তবে এই প্রসঙ্গে এবার উত্তর দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। এ বিষয়ে তিনি টুইট করে লিখেছেন, “বিষয়টি নুসরত জাহানের ব্যক্তিগত। এর সঙ্গে রাজনীতি বা দলের কোনও সম্পর্ক নেই। বিজেপির মালব্যর এসব নিয়ে টুইট না করাই ভালো। তর্ক শুরু হলে বিজেপির পক্ষে ভাল হবে না। তৃণমূল মানুষের কাজ নিয়ে ব্যস্ত।”

আরও পড়ুনঃ “যাঁরা বেসুরো তাঁরা বেসুরো হবেন, দেরি না করে তাড়াতাড়ি বিদায় নিন” – লকেট চট্টোপাধ্যায়