পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ভারতে করোনার প্রথম চেহারার থেকে দ্বিতীয়বারের স্রোত অনেকটাই ভয়াবহ। আক্রান্তের সংখ্যা প্রথমবারের থেকে এবারে অনেক বেশি। তাছাড়া কমবয়সী থেকে বাচ্চারাও এবার অধিক হারে আক্রান্ত হচ্ছে। কাজেই বর্তমানে করোনা মহামারী আটকাতে সরকার লকডাউনকেই হাতিয়ার হিসাবে বেছে নিয়েছে। এই পরিস্থিতিতে করোনা রোগীদের পাশে দাঁড়ানোর জন্য অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান পলিটেকনিক কলেজে সেফহোম এবং কমিউনিটি কিচেন খোলার উদ্যোগ নিলেন।
প্রতিদিনই শোনা যাচ্ছে, হাসপাতাল এবং নার্সিংহোমে পর্যাপ্ত বেডের অভাব। অক্সিজেনের যোগান কম। মানুষ প্রায় হিমশিম খেয়ে যাচ্ছে এই দুঃসময় কাটিয়ে উঠতে। এমত অবস্থায় জনস্বার্থের উদ্দেশ্যে নুসরাত জাহানের এই সিদ্ধান্ত অনেক মানুষের কাছে সাহায্য পৌঁছে দেবে।
বসিরহাটের তৃণমূল সাংসদের এই সিদ্ধান্তের কারণে নেটদুনিয়ায় অনেকেই বাহবা জানিয়েছেন। মানুষের এই দুর্যোগের সময় সেফহোম এবং কমিউনিটি কিচেন খোলার ভাবনা যথেষ্ট ভাল বলে জানিয়েছেন নেটিজেনরা।
বিভিন্ন মানুষের বক্তব্য, তিনি সাংসদ হিসেবে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছিলেন না। শুধু এইবারই নয়, এর আগেও নুসরাত জাহানকে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে। সাহসী পোশাকে ফটোশুট থেকে শুরু করে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে শাখা পলা পরা ইত্যাদি নিয়ে তাকে বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্যের শিকার হতে হয়েছে। কিন্তু এসবের দিকে নজর না দিয়ে তিনি তার কাজে মগ্ন ছিলেন।
View this post on Instagram
নুসরাত জাহানের উদ্যোগে তৈরি সেফহোমে কম উপসর্গযুক্ত করোনা রোগীরা অনায়াসে থাকতে পারবেন। এছাড়াও করোনা আক্রান্ত রোগী এবং দুস্থ পরিবারদের জন্য কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। এখানে পুরোপুরি বিনামূল্যে খাবার পাবেন মানুষ। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি সবার মধ্যে এই উদ্যোগটি প্রচার এবং কমিউনিটি কিচেনের পরিষেবা পাওয়ার জন্য ফোন নাম্বার শেয়ার করেছেন।
পরবর্তীকালে বসিরহাটে এরকম সেফহোম তৈরি করার কথা ভাবছেন তিনি। এই পরিকল্পনার জন্য অবশ্যই প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। নুসরাত জাহান এই সময় মানুষদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।