central force, kolkata, west bengal vote, বিধানসভা ভোট, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট, কেন্দ্রীয় বাহিনী
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ শনিবার সকাল থেকেই বঙ্গের পাঁচটি জেলায় প্রথম দফার ভোট শুরু হয়েছে। প্রথম দফার ভোটের আগেই গতকাল শুক্রবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার ওসির গাড়ির ওপর বোমাবাজির হামলা।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের পটাশপুর-এ শুক্রবার রাতেই বোমাবাজির সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী এবং কেন্দ্র বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন। পুলিশের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গাড়ির উপর বোমাবাজি ছুড়ে আক্রমণ করে। বোমা বাজি বিস্ফোরণের ঘটনায় জখম হন পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী।

তারই সঙ্গে জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর এক জাওয়ান। পটাশপুর থানার ওসি ও জাওয়ান কে তড়িঘড়ি করে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসা করার পর পরবর্তীতে তাদেরকে কলকাতার একটি হাসপাতালে হস্তান্তর করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পূর্ব মেদিনীপুরে বোমা বাজি বিস্ফোরণের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন পক্ষ থেকে নির্দেশ জারি করেছে ইতিমধ্যেই। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার ওসি ও এক জাওয়ান জখমের ঘটনায় নির্বাচন কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পটাশপুর এর এই বোমাবাজির ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। প্রথম দফার ভোটের আগেই পূর্ব মেদিনীপুরে সুশৃংখল পরিবেশ বজায় রাখতে একাধিক কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল।

tmc, medinipur, potashpur election
ছবিঃ সংগৃহীত

বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও গেরুয়া শিবিরের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে হাঙ্গামা। তৃণমূল কংগ্রেস দলের কর্মী ও নেতারা জানিয়েছেন, ‘বিজেপির দুষ্কৃতীরা ভাড়াটিয়া গুন্ডা এনে এমন ঘটনা ঘটিয়েছে’।

এই বক্তব্যের পাল্টা জবাব গেরুয়া শিবিরের। গেরুয়া শিবির থেকে জানানো হয়েছে, তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির কয়েকটি নেতা কে তৃণমূলের পার্টি অফিসে আটক করে রেখেছিল। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করতে সেখানে পৌঁছায়। পুলিশের গাড়ি লক্ষ্য করে তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশের গাড়ির উপর বোমাবাজি হামলা চালায়’।

এই বক্তব্যকে কেন্দ্র করে পটাশপুর ২ নং ব্লকের তৃণমূল সহ-সভাপতি মানস রায় জানিয়েছেন, ‘এলাকায় বিজিবি দুষ্কৃতিরাই জমায়েত করেছিল। এই ঘটনায় ওরাই যুক্ত’। তবে এই ঘটনায় ইতিমধ্যে চারজনকে আটক করেছে পুলিশ। তারা কোন দলের এবং পুলিশের উপর কেন বোমাবাজি বিস্ফোরণ করল এ বিষয়ে জেরা চলছে।