পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ক্রেতাকে সন্তুষ্ট রাখাই ব্যবসায়ীদের মূলমন্ত্র – এই কথাই প্রমাণ করে দিল খ্যাতনামা ই-কমার্স সংস্থা মিন্ত্রা। মুম্বাইয়ের আভেস্তা ফাউন্ডেশন নামে এনজিওর সাথে যুক্ত এক মহিলার অভিযোগের কারনে মিন্ত্রা তাদের লোগোটি পরিবর্তন করতে চলেছে। নাজ প্যাটেল নামে এই মহিলা 2020 সালের ডিসেম্বর মাসে মুম্বাই সাইবার সেলে অভিযোগ দায়ের করেন।
তার বক্তব্য, তিনি এই আপত্তিজনক লোগোটি লক্ষ্য করেন 3 বছর আগে একটি সামাজিক সমাবেশে। সেখানে দুজন পুরুষ ব্যক্তি টিভিতে চলা মিন্ত্রা-এর বিজ্ঞাপন নিয়ে মন্তব্য করতে শুরু করে। যখন আমি তাদের জিজ্ঞাসা করি তখন তারা এড়িয়ে যায়। এরপর আমি অন্য কিছু ব্যক্তির কাছে ব্যাপারটি জিজ্ঞাসা করি। তখন তারা বলেন, মিন্ত্রা-এর লোগোটি মহিলার উন্মুক্ত উরুর ন্যায় দেখতে।
নাজ প্যাটেল আরো বলেন, তিনি বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তি এবং উকিলের সাথে এ বিষয়ে কথা বলেন। কিন্তু সবার মন্তব্য এটাই যে, মিন্ত্রা একটি বড় সংস্থা হওয়ার দরুন তারা কখনোই আমাদের অভিযোগের উত্তর দেবেনা। তখন আমার মনে হল কাউকে না কাউকে কোন পদক্ষেপ নেওয়া দরকার। তাই আমি ব্যাপারটি মুম্বাই পুলিশের কাছে জানাই।
এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটি ব্যক্ত করেন। তারপর থেকেই শুরু হয় নানান মন্তব্য। মুম্বাইয়ের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের ডি.সি.পি রশ্মি কারান্ডিকর জানান, সত্যিই মিন্ত্রার ওই লোগোটি মহিলাদের পক্ষে অপমানজনক। এ বিষয়ে ওই সংস্থাকে ই-মেইল পাঠানো হয় মুম্বাই পুলিশের তরফ থেকে। এরপর সোশ্যাল মিডিয়ায় নানান জল্পনা শুরু হয়।
শেষমেষ মিন্ত্রার মালিকরা ঠিক করেন তারা লোগোটি বদলে ফেলবেন। তারা আশ্বাস দেন, লোগোটি এক মাসের মধ্যে বদল করা হবে। কেবল লোগোই নয়, মিন্ত্রার পার্সেল-বক্স এর উপর থাকা লোগোটিও তারা বদলে ফেলবে।মিন্ত্রা আমাদের দেশের খ্যাতনামা ই-কমার্স সংস্থা। যেখানে জামাকাপড় থেকে নানান ধরনের দ্রব্য ক্রয় করতে পারেন সাধারণ মানুষ। ক্রেতাদের মনে যাতে কোনো শঙ্কা না থাকে সেই জন্যই শেষমেষ এই সিদ্ধান্তে অটল মিন্ত্রা।