পশ্চিমবঙ্গ ডেস্কঃ জগদীপ ধনখড় রাজ্যপালের চেয়ারে বসার পর থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা-না-একটা দ্বন্দ্বে জড়িয়ে আছেন। কিছুদিন আগেই ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল।
তবে এবার রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সংঘাত এর দেখা মিলল। “কোন ভিত্তিতে রাজ্যে DGP নিয়োগ করা হয়েছে?” সে বিষয় নিয়েই সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর পাশাপাশি ডিজি নিয়োগ নিয়ে রিপোর্ট তলব করলেন তিনি।
এদিন তিনি রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে ট্যাগ করে টুইট করে লিখেছেন, “কোন ভিত্তিতে রাজ্যের DGP নিয়োগ করা হয়েছে? UPSC-র প্যানেল থেকে কাউকে ডিজি নিয়োগ করা উচিত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য পুলিশের ডিজি নিয়োগ করা উচিত। অস্থায়ী বা ভারপ্রাপ্ত কাউকে ডিজি নিয়োগ করা উচিত নয়।”
Government @MamataOfficial shall appoint 1 person from the panel prepared by UPSC and shall not appoint acting DGP or on temporary basis.
Supreme Court directives to be scrupulously followed.
WB plea seeking modification declined by Supreme Court on January 16, 2019.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 3, 2021
একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের পুলিশের ডিজি বদল করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। তৎকালীন রাজ্যের ডিজি ছিলেন বীরেন্দ্র। একুশের বিধানসভা নির্বাচনের আগে তাকে সরিয়ে রাজ্যের ডিজি পদে আনা হয়েছিল নীরজনয়ন পাণ্ডেকে। তবে একুশের নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলার মসনদে বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে তারপরই রাজ্য পুলিশের ডিজি নীরজনয়ন পাণ্ডেকে বদল করে ফের বীরেন্দ্র-কে রাজ্য পুলিশের ডিজি নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয়টিকে ঘিরে মাথা নাড়া দিয়ে বসলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এছাড়াও এই ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন তিনি।