পশ্চিমবঙ্গ ডেস্কঃ অতিমারি করোনার প্রকোপে বাতিল করা হয় CBSE পরীক্ষা। তবে কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে দুশ্চিন্তা বেড়েছিল পরীক্ষার্থীদের। ৩১ শে জুলাই-এর মধ্যে CBSE পরীক্ষার ফল ঘোষণা করা হবে এমনটাই সুপ্রিম কোর্টকে জানালো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
কোন ভিত্তিতে করা হবে মূল্যায়ন ? সেই বিষয়টিকে কেন্দ্র করে সংশয় বেড়েছিল। তবে কিসের উপর ভিত্তি করে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মূল্যায়ন করা হবে তা সুপ্রিমকোর্টে জমা দেওয়া রিপোর্টে জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মূল্যায়ন করা হবে পূর্ববর্তী ক্লাসের ফলাফল খতিয়ে দেখার পর। অর্থাৎ দশম শ্রেণি ও একাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণীর ইউনিটি টেস্ট প্র্যাকটিকাল এবং দশম শ্রেণী ও একাদশ শ্রেণিতে পড়ুয়ারা যে নাম্বার পেয়েছে সেই নাম্বারের উপর ভিত্তি করেই দেওয়া হবে দ্বাদশ শ্রেণীর নাম্বার।
দ্বাদশ শ্রেণীর পাঁচটি বিষয়ের মধ্যে ভালো ফলাফল যুক্ত তিনটি বিষয়কে বেছে নেওয়া হবে। সেই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে দেওয়া হবে ৩০ শতাংশ নাম্বার। এর পাশাপাশি একইভাবে একাদশ শ্রেণীর তিনটি বিষয়ের উপর ভিত্তি করে দেওয়া হবে ৩০ শতাংশ নাম্বার। বাকি ৪০ শতাংশ নাম্বার দেওয়া হবে দ্বাদশ শ্রেণীর ইউনিট টেস্ট পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলাফলের নাম্বার বের করে। এই মূল্যায়নের ক্ষেত্রে পূর্ববর্তী ক্লাসের ফলাফলের উপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী CBSE এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩১ শে জুলাই এর মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এর পাশাপাশি জানানো হয়েছে, এমন পদ্ধতিতে ফল প্রকাশ্যে আসার পর যদি কোন পড়ুয়া, ফলাফলের উপর সন্তুষ্ট না হয় তাহলে ওই পড়ুয়া পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
জানিয়ে রাখি, অতিমারি করোনা ভাইরাস-এর জেরে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তবে সেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক-এর মূল্যায়ন কিভাবে হবে? সে বিষয় কে কেন্দ্র করেই সুপ্রিমকোর্টের কাছে রিপোর্ট জমা দিল সিবিএসই। সূত্রের খবর অনুযায়ী, আশা করা যাচ্ছে ২০ শে জুলাই ফলাফল প্রকাশ করতে পারে CBSE।