পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ জানুয়ারির মাঝামাঝি থেকেই শীতের বিদায় বাংলায়। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের দিকে আবারো তাপমাত্রা খানিকটা নিম্নগামী হতে পারে। আপাতত আগামী ৪-৫ দিন গোটা বাংলা জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে সকাল বেলার দিকে বেশ কুয়াশা দেখা যেতে পারে। দেখে নিন কেমন থাকবে আজকের (২৭শে জানুয়ারি ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৭ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৭১ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৪৩ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ১৭মিনিট
সূর্যাস্তঃ ৫টা ২২মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়বে। গোটা উত্তরবঙ্গেই সকালের দিকে থাকবে হালকা কুয়াশা। তবে বেলা বাড়তেই কুয়াশা সরে গিয়ে ঝলমলে রোদ উঠবে এবং গরম বাড়তে থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলি বাদ দিয়ে প্রায় সব জেলাতেই আগামী ৩-৪ দিন এই রূপ আবহাওয়া বজায় থাকবে। আপাতত উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের তাপমাত্রা বর্তমানে ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও গোটা দিন আকাশ পরিষ্কারই থাকবে। শীতের আমেজ নেই বললেই চলে। বৃষ্টিরও কোন সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় উষ্ণতা বেড়েছে রাজ্যে। দিনের বেলায় শীত তো নেইই, উল্টে ঘাম ঝরছে। আগামী রবি ও সোমবার থেকে আবারো তাপমাত্রা খানিকটা নামতে পারে। পশ্চিমের জেলাগুলিতে উষ্ণতা তুলনামূলকভাবে একটু কম। তবে বর্তমানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামী ৪৮ ঘণ্টা জুড়ে গোটা রাজ্যেই এইরকম আবহাওয়া বজায় থাকবে। রাতের দিকে তাপমাত্রা সামান্য হের ফের করতে পারে। তবে আবহাওয়া দপ্তরের অনুমান, পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই আরও একবার শীত উঁকি দিতে পারে রাজ্যে। তবে হাড় কনকনে শীত আর ফিরবে না রাজ্যে। ১লা ফেব্রুয়ারি নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। উল্টোদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ। যার ফলে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে রাজ্যে হালকা বৃষ্টি হতে পারে।