mamata banerjee, supreme court, ration card, এক দেশ এক রেশন কার্ড
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ দেশের বেশির ভাগ রাজ্যগুলিতে “এক দেশ এক রেশন কার্ড” ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ব্যবস্থা চালু হয়নি। তবে এবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই চালু হতে চলেছে “এক দেশ এক রেশন কার্ড” ব্যবস্থা।

গতকাল অর্থাৎ শুক্রবার নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি নবান্নের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজ্যের একাধিক মানুষকে কাজের উদ্দেশ্যে বিভিন্ন রাজ্যে যেতে হয়। সেইসব পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে যাতে খাদ্যের অভাবে না পড়ে, সেই দিকে নজর রেখেই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলে জানিয়েছে নবান্ন।

অন্যান্য রাজ্যে “এক দেশ এক রেশন কার্ড” ব্যাবস্থা চালু হয়ে গেলেও পশ্চিমবঙ্গে আটকে থাকার  কারণ হিসেবে পশ্চিমবঙ্গ সরকার যুক্তি দিয়েছিল, এই ব্যবস্থা চালু করলে রাজ্যের উপর বাড়তি চাপ এসে পড়বে। তবে রাজ্য সরকারের কোনো দাবি মানতে চায়নি দেশের শীর্ষ আদালত।

গত মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ২৯ শে জুন সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি সুস্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়, “এক বা একাধিক সমস্যা দেখানো যাবেনা। এই ব্যবস্থা পরিযায়ী শ্রমিকদের জন্য করা হচ্ছে।” তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ঠিক এক মাস পর রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই ব্যবস্থা কার্যকর করার কথা জানালো পশ্চিমবঙ্গ সরকার।

নবান্নের তরফ থেকে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজ্যের যে সমস্ত মানুষের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত রয়েছে তারা দেশের যেকোনো প্রান্ত থেকে রেশন তুলতে পারবেন এবং যাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত নেই। তাদের ইতিমধ্যেই সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে। জানা গিয়েছে এই সংযুক্তিকরণ প্রক্রিয়া সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে চলছে এই সংযুক্তিকরণ প্রক্রিয়া।

কিভাবে তুলবেন রেশন?
“এক দেশ এক রেশন কার্ড” ব্যবস্থায় রেশন তোলার বেশ কিছু নিয়ম বদলানো হয়েছে। রেশন তোলার সময় আধার ভিত্তিক বায়োমেট্রিক ব্যবস্থা করা হয়েছে। পরিবারের একজন সদস্যের আঙুলের ছাপ দিলেই, রেশন কার্ডের সমস্ত তথ্য বেরিয়ে আসবে। এরপর দেশের যেকোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন রেশন।

রেশন ডিলার-এর কাজ কি?
রেশন ডিলারদের উদ্দেশ্যে বিশেষ কিছু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে। সেখানে রেশন ডিলার দের উদ্দেশ্যে বলা হয়েছে, ইপিওস অনলাইন পোর্টালে রেশন দোকানের সমস্ত লেনদেনের হিসাব অন্তর্ভুক্ত করতে হবে। এর পাশাপাশি অন্যান্য রাজ্যের বাসিন্দারা আমাদের রাজ্যে এসে রেশন কার্ডের মাধ্যমে যেন সঠিক পরিমাণ রেশন পান, সেদিকেও নজর রাখতে হবে এবং অন্তর্ভুক্ত অনলাইন পোর্টালে লেনদেন নথিভুক্ত করতে হবে। এই প্রক্রিয়াটির মাধ্যমে রেশনের সম্পূর্ণ হিসাব-নিকাশ থাকবে সরকারের হাতে।